AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on Firecracker: কোন বাজি ফাটানো যাবে? আরও একবার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট

Supreme Court on Firecracker: রাজস্থানে যাতে ওই নির্দেশ কার্যকর হয়, সেই দাবি জানিয়েই একটি মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুনানির পর সুপ্রিম কোর্ট বলে, আলাদা করে কোনও নির্দেশের প্রয়োজন নেই। সব রাজ্যকেই ওই নির্দেশ মানতে হবে।

Supreme Court on Firecracker: কোন বাজি ফাটানো যাবে? আরও একবার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 5:17 PM
Share

নয়া দিল্লি: সপ্তাহ খানেক পরই দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। তবে শুধুমাত্র আলোর রোশনাইতেই সীমাবদ্ধ থাকে না সেই উদযাপন। কোথাও কোথাও চলে মাত্রাছাড়া শব্দের খেলা। ধোঁয়ায় ভরে বাতাস। এবারও দীপাবলির আগে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদদের। ২০২১ সালে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ যাতে পালন করা হয়, সে কথা সব রাজ্যকে মনে করিয়ে দিল শীর্ষ আদালত। মঙ্গলবার রাজস্থানের একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আদালত উল্লেখ করেছে, ২০২১-এ যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা শুধুমাত্র দিল্লির জন্য নয়, গোটা দেশের জন্য কার্যকর হবে।

রাজস্থানে যাতে ওই নির্দেশ কার্যকর হয়, সেই দাবি জানিয়েই একটি মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুনানির পর সুপ্রিম কোর্ট বলে, আলাদা করে কোনও নির্দেশের প্রয়োজন নেই। সব রাজ্যকেই ওই নির্দেশ মানতে হবে।

২০২১-এর ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ বাজি নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল। শুধুমাত্র সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকার ব্যবহার করার কথা বলা হয়েছিল। এই নির্দেশ গুরুত্ব দিয়ে মেনে চলার কথা বলা হয়েছিল সব রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। নির্দেশ ছিল, যে সব বাজিতে ব্যারিয়াম সল্ট ব্যবহার করা হয়, সেগুলি নিষিদ্ধ।

ওই নির্দেশে আরও বলা হয়েছিল যে নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের জবাবদিহি করতে হবে।