গ্রেফতারি অবৈধ, নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

UAPA: বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের তরফে জানানো হয়, অভিযুক্তের রিমান্ড কপি জমা দেওয়া হয়নি। ফলে এই গ্রেফতারি বৈধ নয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গ্রেফতারি অবৈধ, নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্রImage Credit source: Twitter

|

May 15, 2024 | 12:44 PM

নয়া দিল্লি: নিউজক্লিকের এডিটর প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি অবৈধ। অবিলম্বে তাঁকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল নিউজক্লিক-র এডিটরকে। এদিন শীর্ষ আদালতের তরফে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হল।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের তরফে জানানো হয়, অভিযুক্তের রিমান্ড কপি জমা দেওয়া হয়নি। ফলে এই গ্রেফতারি বৈধ নয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে ট্রায়াল কোর্ট জামিনের শর্ত ধার্য করবে।

দুই সপ্তাহ আগেই শীর্ষ আদালতের তরফে দিল্লি পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার ও ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার আগে কেন পুরকায়স্থের আইনজীবীকে খবর দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, “আপনারা আগে থেকে অভিযুক্তের আইনজীবীকে জানাননি কেন? আগের দিন সন্ধ্যায় ওঁকে (প্রবীর পুরকায়স্থ) গ্রেফতার করা হয়েছিল। আপনাদের কাছে সারাদিন ছিল খবর দেওয়ার জন্য। তাহলে ভোর ৬টায় পেশ করার জন্য এত তাড়াহুড়ো কীসের ছিল?”

দিল্লি পুলিশের স্পেশাল সেল তার চার্জশিটে উল্লেখ করেছিল যে নিউজক্লিকের এডিটর প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, বেআইনি কার্যকলাপ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের প্রমাণ রয়েছে। ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা এবং ভারতীয় ভ্যাকসিনের বিরুদ্ধে প্রচারমূলক প্রতিবেদন প্রকাশ করারও অভিযোগ রয়েছে নিউজক্লিকের এডিটরের বিরুদ্ধে।