Supreme Court on recruitment scam: চাকরিহারাদের নিয়ে আবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Supreme Court: ২০১৬ চাকরিহারাদের ফের ফেরাল শীর্ষ আদালত। র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াদের একাংশ আবেদন জানায় শীর্ষ আদালতে। এই সকল চাকরিহারাদের দাবি, তাঁদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক।

Supreme Court on recruitment scam: চাকরিহারাদের নিয়ে আবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
প্র্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 21, 2025 | 5:41 PM

নয়া দিল্লি: এসএসসি মামলায় ফের নয়া মোড়। আরও একবার কড়া নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। র‌্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা কোনও ভাবেই এসএসসি-র (SSC) নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না স্পষ্ট জানাল কোর্ট।

২০১৬-র চাকরিহারাদের ফের ফেরাল শীর্ষ আদালত। র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াদের একাংশ আবেদন জানায় শীর্ষ আদালতে। এই সকল চাকরিহারাদের দাবি, তাঁদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। এ দিন সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের স্পষ্ট বক্তব্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঠিক কারণেই চাকরি বাতিল করেছিলেন।

বস্তুত, নিয়োগে দুর্নীতি অভিযোগ তুলে পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় সব পক্ষ। তবে আদালতও সেই রায় বহাল রাখে। চিহ্নিত অযোগ্য বাদ দিয়ে বাকি ছাব্বিশ হাজারকে পুনরায় চাকরির পরীক্ষায় বসার নির্দেশ দেয়। তবে এত জনের চাকরি চলে গেলে কীভাবে রাজ্যের স্কুলগুলি চলবে সেই নিয়ে ফের কোর্টে যায় পর্ষদ। পরবর্তীতে সুপ্রিম কোর্ট গ্রুপ সি ও গ্রুপ ডি বাদ দিয়ে বাকি শিক্ষক ও শিক্ষিকাদের কাজ চালানোর নির্দেশ দেয়।