Supreme Court: বাংলায় কথা বললেই হেনস্থা! ১০ রাজ্যকে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট

Bengali Labour: বিগত বেশ কিছুদিন ধরেই গুরুগ্রাম, নয়ডা সহ একাধিক জায়গায় ঘুরেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় আতঙ্কে রয়েছেন শ্রমিকরা।

Supreme Court: বাংলায় কথা বললেই হেনস্থা! ১০ রাজ্যকে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 14, 2025 | 1:03 PM

নয়া দিল্লি: বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের! এমনই অভিযোগ নিয়ে গত কয়েকমাস ধরে তোলপাড় দেশ। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আগেই। এবার জনস্বার্থ মামলা শুনল সুপ্রিম কোর্ট। সেই মামলায় দেশের ১০টি রাজ্যের কাছে হলফনামা তলব করল শীর্ষ আদালত।

রাজ্য মাইগ্রেন ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তাঁর দাবি, ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বললে হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। গত শুক্রবার তিনি মামলাটি করেন, আজ, বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

সব অভিযোগ শুনে দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা সহ দশ রাজ্যকে হলফনামা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। রিপোর্ট দেবে কেন্দ্রীয় সরকারও। অভিযোগের ভিত্তিতে কী সবার বক্তব্য জানতে চায় আদালত। আগামী সপ্তাহে শুনানি রয়েছে মামলার।

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই গুরুগ্রাম, নয়ডা সহ একাধিক জায়গায় ঘুরেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি দাবি করেছেন, বিভিন্ন জায়গায় আতঙ্কে রয়েছেন শ্রমিকরা।

এর আগে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হয়। দিল্লিতে একটি পরিবারকে আটকে রাখার অভিযোগ উঠলে সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একাধিক প্রশ্নের উত্তর চেয়েছিল হাইকোর্ট।