Supreme Court: আরাবল্লী বিতর্কে আসবে নতুন মোড়? শীর্ষ আদালতই এবার বাঁচাবে প্রাচীন পর্বতমালাকে?

Supreme Court on Aravalli Hills: গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সুপারিশ করা আরাবল্লীর সংজ্ঞা গ্রহণ করে। কেন্দ্রের প্রস্তাবে বলা হয়েছিল যে ১০০ মিটারের বেশি উচ্চতার পাহাড়কেই আরাবল্লী বলে গণ্য করা হবে। তার নীচের উচ্চতার পাহাড়গুলি আরাবল্লী পর্বত নয়। 

Supreme Court: আরাবল্লী বিতর্কে আসবে নতুন মোড়? শীর্ষ আদালতই এবার বাঁচাবে প্রাচীন পর্বতমালাকে?

| Edited By: জয়দীপ দাস

Dec 28, 2025 | 9:26 AM

নয়া দিল্লি: আরাবল্লী নিয়ে বিতর্ক থামছে না। বেআইনি খননে বিপন্ন আরাবল্লী (Aravalli Hills)।  এবার আরাবল্লী নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আরাবল্লীতে বেআইনি খনন সংক্রান্ত বিষয় নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। আগামী সোমবার, ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে। পাশাপাশি বন সংরক্ষণ অফিসার আর পি বালওয়ানও আলাদাভাবে একটি পিটিশন দাখিল করেছেন।

গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সুপারিশ করা আরাবল্লীর সংজ্ঞা গ্রহণ করে। কেন্দ্রের প্রস্তাবে বলা হয়েছিল যে ১০০ মিটারের বেশি উচ্চতার পাহাড়কেই আরাবল্লী বলে গণ্য করা হবে। তার নীচের উচ্চতার পাহাড়গুলি আরাবল্লী পর্বত নয়।

এরপরই পরিবেশবিদ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা প্রতিবাদে সরব হন, কারণ আরাবল্লীর ৯০ শতাংশ পাহাড়ের উচ্চতাই ১০০ মিটারের নীচে। বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ এই প্রস্তাব গ্রহণের পাশাপাশি কেন্দ্রকে আরাবল্লীতে স্থিতিশীল খননের জন্য একটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছিল।

তবে আরাবল্লী নিয়ে ক্রমাগত বিতর্ক বাড়তে থাকায় চলতি সপ্তাহের বুধবার, ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে দিল্লি থেকে গুজরাট পর্যন্ত, গোটা আরাবল্লী রেঞ্জেই কোথাও নতুন করে খননের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন-কেও নির্দেশ দেওয়া হয় যে আরাবল্লী পর্বতে এমন অঞ্চল ও জোনগুলি চিহ্নিত করতে, যেখানে খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন রয়েছে। পরিবেশগত ও ভূতাত্ত্বিক বিষয়গুলি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।