
নয়াদিল্লি: পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। কিন্তু, নবজাতকের মুখ দেখার ‘সৌভাগ্য’ এখনও হয়নি তাঁর। স্ত্রী আছেন বীরভূমে। আর বাংলাদেশে আটক রয়েছেন তিনি। কবে ভারতে ফেরানো হতে পারে বীরভূমের সোনালি খাতুনের স্বামী দানিশ শেখকে? এই নিয়ে চাপানউতোর চলছে। এরই মধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে দানিশ-সহ চারজনকে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার মামলার শুনানি ফের পিছিয়ে গেল। শীর্ষ আদালত এদিন জানাল, কেন্দ্রের আবেদন মেনে দানিশ-সহ চারজনকে ফিরিয়ে আনার মামলার পরবর্তী শুনানি হবে দুই সপ্তাহ পরে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে দুই সপ্তাহ সময় চান সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি জানান, কেন্দ্রীয় সরকার তাঁদের দেশে ফেরানোর বিষয়ে কূটনৈতিকস্তরে পদক্ষেপ করছে। এদিকে আইনজীবীর মাধ্যমে দ্রুত শুনানির জন্য নির্দিষ্ট দিন ধার্য করার আবেদন জানান সোনালি খাতুনের বাবা ভাদু শেখ। তাঁর আইনজীবীর বক্তব্য, কলকাতা হাইকোর্ট ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ওঁদের ফিরিয়ে আনতে বলেছিল। তবে কেন্দ্রের আবেদন মেনে দুই সপ্তাহ পর শুনানি হবে বলে জানাল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ।
প্রসঙ্গত, ২০২৫ সালের জুনে সোনালি খাতুন, দানিশ শেখ-সহ ১৬ জনকে পাকড়াও করে দিল্লি পুলিশ। ওই ১৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। ঘটনায় সরব হয় পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপর ডিসেম্বরে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর ৮ বছরের ছেলে-সহ কয়েকজনকে ভারতে ফেরত আনা হয়। কিন্তু, এখনও বাংলাদেশে আটক রয়েছেন সোনালি-র স্বামী-সহ চারজন।
কিছুদিন আগে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালি। তাঁর নবজাতক পুত্রের নাম রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালির সদ্যোজাত সন্তানের তিনি নাম রাখেন ‘আপন’। নিজের সদ্যোজাত সন্তানের মুখ দেখার ‘সৌভাগ্য’ কবে হবে দানিশের? স্বামীকে কবে নিজের কাছে ফেরত পাবেন সোনালি? সেটাই এখন দেখার।