AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Case-WB: আরও বড় ধাক্কা খাচ্ছিল… সুপ্রিম কোর্টে কান্নাকাটি করল রাজ্য: বিকাশ ভট্টাচার্য

DA Case-West Bengal: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

DA Case-WB: আরও বড় ধাক্কা খাচ্ছিল... সুপ্রিম কোর্টে কান্নাকাটি করল রাজ্য: বিকাশ ভট্টাচার্য
বিকাশ রঞ্জন ভট্টাচার্যImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: May 16, 2025 | 1:17 PM

নয়া দিল্লি: বকেয়া ডিএ দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্যেও নবান্ন জানিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া সম্ভব নয়। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতেও সেই একই কথা বলে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন, ৫০ শতাংশ বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল টাকা লাগবে, তারপর আর রাজ্য চালানো যাবে না। যদিও এই যুক্তি শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, আরও বেশি চাপে পড়তে পারত রাজ্য।

রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তিনি এদিন আবেদন করেন, যাতে অন্তত বকেয়া ডিএ নিয়ে কিছু একটা নির্দেশ দেওয়া হয়। এরপরই শীর্ষ আদালত ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয়। বিকাশ ভট্টাচার্য বলেন, “রাজ্য তো আরও বড় ধাক্কা খাচ্ছিল। মামলাটা ডিসমিস করে দিত সুপ্রিম কোর্ট। তারপর রাজ্য আকুতি-মিনতি করল।”

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার ছিল সেই মামলার সুপ্রিম-শুনানি। আর রাজ্যের সেই আবেদন খারিজ করে দেবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আইজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ডিএ সংক্রান্ত মামলার সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে, এ কথা ভেবেই মামলাটি শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।

বিকাশ ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, আগে বকেয়া টাকা দাও, তারপর কথা বলব। কোনও কথা শুনতে চাননি বিচারপতি।” একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ৫০ শতাংশ ডিএ দিতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য। বিকাশ ভট্টাচার্য বলেন, “৫০ শতাংশ ডিএ দিতে বলেছিল। তারপর রাজ্য কান্নাকাটি করল। তখন ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” হাইকোর্টের রায়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফিরদৌস শামিম।

২০২২ সালের ২০ মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলাতেই শুক্রবার ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত।