নয়া দিল্লি ও কলকাতা: তিন বছর ধরে থমকে রয়েছে মামলা। প্রায় ৪০ বার পিছিয়ে গিয়েছে কলকাতার লা মার্টিনিয়ার স্কুলের বোর্ডের মামলার শুনানি। সেই কারণে, ডিভিশন বেঞ্চের ওই মামলা অন্য বেঞ্চে পাঠানোর জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিশান কউল এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চের পর্যবেক্ষণ, যেহেতু হাইকোর্টের গঠিত ওই বেঞ্চে মামলাটির শুনানি হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে বেঞ্চে মামলাটি উঠেছিল, সেই বেঞ্চ যে কোনও কারণেই হোক মামলাটির জন্য সময় দিতে পারেনি। সেই কারণে, হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হচ্ছে, যাতে ওই মামলাটি অন্য কোনও বেঞ্চে পাঠানো হয়। অন্য বেঞ্চে মামলাটি গেলে সেটির শুনানি হবে এবং আরও গতি আসবে বলেই মনে করছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও এই একই ধরনের একটি বিতর্ক তৈরি হয়েছিল মামলাকে ঘিরে। সেই সময়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, ওই মামলাটি ডিভিশন বেঞ্চে ২৭ বার পিছিয়ে গিয়েছিল কিছু সমস্যার কারণে। কিন্তু একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের কথা মাথায় রেখে শীর্ষ আদালত আশা করেছিল হাইকোর্ট সেই মামলাটি একইভাবে বিবেচনা করবে। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সেই ঘটনার পরও মামলাটি এগোয়নি। বার বার মামলা পিছোতে থাকায়, গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারী। শীর্ষ আদালত জানাচ্ছে, ‘মাস ছয়েক আগে যে পরিস্থিতি ছিল, তার থেকে এখন কিছুই বদল হয়নি। শুধু মামলার শুনানি পিছিয়ে যাওয়ার দিনের সংখ্যাটা বেড়ে গিয়েছে।’ শেষ পর্যন্ত এবার কলকাতা হাইকোর্টের ওই মামলাটি বর্তমানের ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে অন্য কোনও বেঞ্চে দেওয়ার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলল সুপ্রিম কোর্ট।