Terror Attack: নতুন বছরের শুরুতেই জোড়া জঙ্গি হামলা কাশ্মীরে, মৃত অন্তত ৩

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 01, 2023 | 11:21 PM

এদিন বিকালে প্রথমে শ্রীনগরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় অন্তত ৪ জন গুরুতর জখম হয়েছেন। অন্যদিকে, রাজৌরি জেলার ধাংরি এলাকায় সেনা-জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।

Terror Attack: নতুন বছরের শুরুতেই জোড়া জঙ্গি হামলা কাশ্মীরে, মৃত অন্তত ৩
ফাইল ছবি (সৌজন্যে: PTI)

Follow Us

শ্রীনগর: নতুন বছরের শুরুতেই রক্তাক্ত হল ভূ-স্বর্গ। রবিবার বিকালে জোড়া জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। প্রায় একইসঙ্গে শ্রীনগরে গ্রেনেড হামলা এবং রাজৌরিতে গুলি ছোড়ে জঙ্গিরা। দুটি ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। শেষ পাওয়া খবর পর্যন্ত, রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে সেনা-জওয়ানদের গুলির লড়াই চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ শ্রীনগরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। শ্রীনগরের মির্জা কামিল চকে সিআরপিএফ বাঙ্কার লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় অন্তত ৪ জন গুরুতর জখম হয়েছেন। অন্যদিকে, সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ রাজৌরি জেলার ধাংরি এলাকায় একটি হাইস্কুল লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে অজ্ঞাতপরিচিত কয়েকজন। তাদের ছোড়া গুলিতে ৩ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ৫ জন। যার মধ্যে এক মহিলা ও এক শিশু রয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে রাজৌরি পুলিশ। আহতদের রাজৌরির জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজ্ঞাতপরিচিতদের ছোড়া গুলিতে ৩ নাগরিকের মৃত্যু এবং ৫ জনের জখম হওয়ার ঘটনাটি জঙ্গি হামলা বলেই দাবি রাজৌরি পুলিশের। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। যদিও শেষ পর্যন্ত কোনও জঙ্গিকে ধরা যায়নি। এদিকে, শ্রীনগরে গ্রেনেড হামলার পরই সেনা-পুলিশের তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কারও হদিশ মেলেনি।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। তবে দু-সপ্তাহের মধ্যে রাজৌরি জেলাতেই দুটি হামলার ঘটনা ঘটল এবং সাধারণ নাগরিকের মৃত্যু হল। গত ১৬ ডিসেম্বর রাজৌরি জেলাতেই সেনা ক্যাম্পের বাইরে জঙ্গিদের ছোড়া গুলিতে ২ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার হামলাকারীদের এখনও হদিশ মেলেনি। এর মধ্যে ফের নতুন বছরের প্রথম দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবং সাধারণ নাগরিকের মৃত্যু হল। একইসঙ্গে এদিন বিকালে শ্রীনগরে গ্রেনেড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Next Article