Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নারদ মামলার মাঝে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে ‘বৈঠক’ কেন শুভেন্দুর? গ্রেফতারি চায় তৃণমূল

Suvendu Adhikari Narada Case: সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করে শুভেন্দু মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, এমন অভিযোগও তোলা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে।

নারদ মামলার মাঝে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে 'বৈঠক' কেন শুভেন্দুর? গ্রেফতারি চায় তৃণমূল
অলংকরণ-অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jul 01, 2021 | 10:27 PM

কলকাতা: হাইকোর্টে নারদ মামলার শুনানি চলার মাঝেই দিল্লিতে সিবিআই-এর আইনজীবীর সঙ্গে দেখা করে বিতর্ক বাড়ালেন শুভেন্দু অধিকারী। নারদ মামলায় অভিযুক্তের তালিকায় শুভেন্দুর নাম থাকায় এই সাক্ষাৎকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যেহেতু আদালতে সিবিআই-এর হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা লড়ছেন, তাই তাঁর সঙ্গে দেখা করে শুভেন্দু মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, এমন অভিযোগও তোলা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। এমনকী, এই মর্মে তাঁকে গ্রেফতারির দাবিও তুলেছে তৃণমূল।

গোটা ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আধঘণ্টার বৈঠক সেরে বেরিয়ে দিল্লির ১০ আকবর রোডের বাড়িতে যান শুভেন্দু। বাড়িটি কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার। গোটা দেশে কেন্দ্র যত ধরনের মামলা লড়ে, তার বেশিরভাগটাই সামলান কেন্দ্রীয় সরকারের এই আইনজীবী। বর্তমানে কলকাতা হাইকোর্টের লার্জার বেঞ্চে যে নারদ মামলার শুনানি চলছে, সেখানে সিবিআই-এর হয়ে সওয়াল করছেন তুষার। এহেন খ্যাতনামা সরকারি কৌঁসুলির সঙ্গে প্রায় ১৫ মিনিটের একটি ‘বৈঠক’ করেন নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু। এমনটাই দাবি তৃণমূলের। কী নিয়ে বৈঠক? সেই বিষয়ে প্রশ্ন উঠলে মুখে কুলুপ এঁটে রাখেন বিধানসভার বিরোধী দলনেতা।

আরও পড়ুন: বিহারের থেকেও বরাদ্দ কম বাংলার, জুলাইতে রাজ্যগুলিকে ১২ কোটি ভ্যাকসিন দেবে কেন্দ্র

গোটা সাক্ষাৎ-পর্ব নিয়ে আক্রমণে শান দিয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরাসরি শুভেন্দুকে গ্রেফতারির দাবি তুলেছেন। একটি টুইট করে তিনি লেখেন, “নারদে সিবিআই মামলায় এফআইআর-এ নাম থাকা শুভেন্দু অধিকারী সিবিআই-এর আইনজীবী তথা সলিসিটর জেনারেলের সঙ্গে দেখা করার পর তদন্ত ও মামলা প্রভাবিত হতে পারে। অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুর গ্রেফতারি চাই।” আরও একটি টুইটে কুণাল লিখেছেন, “নারদ কেলেঙ্কারির এফআইআরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআই-র আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেফতারি চাই।”

শুভেন্দু যদিও গোটা বিষয়টি নিয়ে কার্যত নীরবতা বজায় রেখেছেন। কুণালের টুইট প্রসঙ্গে জানতে চাওয়া হলে এ দিন তিনি বলেন, “সারদা মামলায় ৩ বছর জেলখাটা লোকের কথার জবাব আমি আগেও দেইনি, আজকেও দেব না।” কিন্তু যখন পৃথকভাবে জানতে চাওয়া হয় তিনি কেন এ দিন তুষার মেহতার সঙ্গে দেখা করলেন, তখন কোনও মন্তব্য করতে চাননি শুভেন্দু।

আরও পড়ুন: বঙ্গে আরও বেশি টিকা পাঠানোর অনুরোধ শুভেন্দুর, ‘বেনভ্যাক্স’ নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের