Swiss Woman: বিদেশি বান্ধবীকে ঘরে ডেকে পায়ে শিকল পরিয়ে ভয়ঙ্কর কাণ্ড!

Crime News: পুলিশ জানিয়েছে, দেহটি পচাগলা অবস্থায় উদ্ধার হয়। যাতে চিনতে না পারা যায়, সে কারণে অপরাধী ওই তরুণীর মুখও বিকৃত করে দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ফরেন্সিক টিম ও অপরাধ দমন শাখার পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেন। দীন দয়াল উপাধ্যায় হাসপাতালের চিকিৎসকরাও যান।

Swiss Woman: বিদেশি বান্ধবীকে ঘরে ডেকে পায়ে শিকল পরিয়ে ভয়ঙ্কর কাণ্ড!
প্রতীকী ছবি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 7:00 AM

নয়া দিল্লি: দিল্লির তিলকনগরে এক বিদেশি মহিলার (৩০) দেহ উদ্ধার ঘিরে শোরগোল। এরইমধ্যে উঠে আসছে ভয়ঙ্কর সব তথ্য়। শনিবার এক যুবককে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে ধৃত ওই তরুণীর পূর্ব পরিচিত। তরুণী সুইৎজারল্যান্ডের বাসিন্দা। ওই যুবকের ডাকেই বিলেত থেকে তিনি দিল্লি এসেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার সকালে তিলকনগরে স্কুলের কাছে দেহটি উদ্ধার হয়। তরুণীর হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। শুধু তাই নয়, শিকলে ঝুলছিল তালাও। শুধু তাই শরীরের ঊর্ধ্বাংশ ঢাকা ছিল কালো আবর্জনা ফেলার ব্যাগে। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। সেই ফুটেজ দেখেই এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তরুণী সুইস নাগরিক। ধৃত যুবক একাধিকবার ওই তরুণীর সঙ্গে দেখা করেন। অভিযোগ, তাঁদের মধ্যে একটা সম্পর্কও তৈরি হয়। এরইমধ্যে অভিযুক্তের সন্দেহ ছিল, ওই তরুণী অন্য কারও সঙ্গে সম্পর্কে আছেন। এরপরই গুরপ্রীত তাঁকে এ দেশে ডেকে আনেন বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনাকে পরিকল্পিত খুন বলেই মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, দেহটি পচাগলা অবস্থায় উদ্ধার হয়। যাতে চিনতে না পারা যায়, সে কারণে অপরাধী ওই তরুণীর মুখও বিকৃত করে দেয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ফরেন্সিক টিম ও অপরাধ দমন শাখার পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেন। দীন দয়াল উপাধ্যায় হাসপাতালের চিকিৎসকরাও যান। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দেহটি একটি গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে গাড়ির মালিকেরও খোঁজ পায় পুলিশ। যদিও তিনি জানান, মাস দু’য়েক আগে গাড়িটি তিনি বিক্রি করে দেন। এক্স হ্যান্ডেলে এই ঘটনার উল্লেখ করে দিল্লি কমিশন ফর ও’ম্যানের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল লেখেন, পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।