BJP State President: তামিলনাড়ুতে ‘প্রথা’ ভেঙে রাজ্য সভাপতি বাছাই, বাংলায় কবে? এখনও কাটল না মেঘ

BJP State President: বর্তমানে তামিলনাড়ুর তিরুনেভেলির বিধায়ক এই সদ্য নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি। তবে রাজনীতিতে তিনি পা দিয়েছিলেন বিজেপির তামিলনাড়ুর শরিক দল AIADMK-এর হাত ধরে।

BJP State President: তামিলনাড়ুতে প্রথা ভেঙে রাজ্য সভাপতি বাছাই, বাংলায় কবে? এখনও কাটল না মেঘ
নাইনার নগেন্দ্রনImage Credit source: X

|

Apr 11, 2025 | 5:39 PM

চেন্নাই: তামিলনাড়ুতে নির্বাচন হয়ে গেল বিজেপির নতুন রাজ্য সভাপতি। দক্ষিণের রাজ্যে প্রাক্তন IPS তথা বিজেপি নেতা কে আন্নামালাইয়ের পর এবার ব্যাটন ধরলেন নাইনার নগেন্দ্রন।

জানা গিয়েছে, বুধবার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে নগেন্দ্রন একমাত্র নেতা যিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে মনোনয়ন জমা দেওয়া ছাড়াও কেন্দ্রের নেতাদের নজরে নগেন্দ্রনকে তুলে ধরেছিলেন আন্নামালাইও।

বর্তমানে তামিলনাড়ুর তিরুনেভেলির বিধায়ক এই সদ্য নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি। তবে রাজনীতিতে তিনি পা দিয়েছিলেন বিজেপির তামিলনাড়ুর শরিক দল AIADMK-এর হাত ধরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনেই সে রাজ্যে নির্বাচন। তার আগে শরিকের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে নগেন্দ্রনকে এই পদে বসিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

এমনকি, যেখানে দলের সাংগঠনিক নীতি অনুযায়ী, একজন সদস্যকে বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন হওয়ার জন্য কমপক্ষে দশ বছর দলের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। সেখানে নগেন্দ্রন কিন্তু আট বছরেই ছক্কা মেরেছেন। যেমন একদিকে পেয়েছেন বিধায়ক পদ, তেমনই আবার পেলেন রাজ্য সভাপতির পদও।

এদিন তামিলনাড়ুর রাজ্য সভাপতি নির্বাচনের পর বিদায়ী সভাপতি আন্নামালাইয়ের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তাঁর কাজে সত্যিই আমরা আপ্লুত। তামিলনাড়ুর প্রত্যন্ত এলাকা পর্যন্ত নরেন্দ্র মোদীর নীতি ও জীবন দর্শন পৌঁছে দিয়েছেন তিনি।’ তবে একের পর এক রাজ্যে ধীরে ধীরে নির্বাচন পর্ব মিটলেও বাংলা নিয়ে এখনও মুখে ‘কুলুপ’ বিজেপির। এ রাজ্যে কবে বিজেপির সভাপতি নির্বাচন হবে, সে নিয়ে এখনও কৌশল রচনা শেষ করতে পারেনি গেরুয়া শিবির, মত একাংশের।