TN BJP Leader Arrest: সাফাইকর্মীর মৃত্যু ঘিরে তরজা, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 17, 2023 | 2:13 PM

Tamil Nadu: পুলিশের হাতে রাজ্য সম্পাদক এসজি সূর্যের গ্রেফতারির পরই সরব হয় বিজেপি। বিরোধী দলের তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। 

TN BJP Leader Arrest: সাফাইকর্মীর মৃত্যু ঘিরে তরজা, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক
গ্রেফতার হওয়া বিজেপি নেতা।

Follow Us

চেন্নাই:  সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার তামিলনাড়ুর (Tamil Nadu) বিজেপি নেতা এসজি সূর্য (SG Surya)। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মাদুরাইয়ে একজন সাফাইকর্মীর মৃত্যু নিয়ে টুইট করেছিলেন তামিলনাড়ুর রাজ্য় সম্পাদক। ওই টুইটেই তিনি মাদুরাইয়ের সাংসদ ভেঙ্কটেশন(Venkatesan)-কেও আক্রমণ করেন এই ইস্যু নিয়ে চুপ থাকার জন্য। এরপরই মাদুরাই (Madurai) জেলা পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে। পুলিশের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি।

এদিকে, পুলিশের হাতে রাজ্য সম্পাদক এসজি সূর্যের গ্রেফতারির পরই সরব হয় বিজেপি। বিরোধী দলের তরফে অভিযোগ করা হয়, রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য।  বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই টুইট করে লেখেন, “তামিলনাড়ুর বিজেপি সচিব থিরু সূর্যের গ্রেফতারি অত্যন্ত নিন্দনীয়। ওঁর একমাত্র ভুল ছিল যে ডিএমকে-র জোটসঙ্গী কমিউনিস্টদের নোংরা সত্য সকলের সামনে এনেছেন। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পুলিশকে ব্যবহার এবং সামান্যতম সমালোচনাতেই ফুঁসে ওঠা কোনও গণতান্ত্রিক নেতার পরিচয় নয়, বরং স্বৈরাচারী নেতাতে পরিণত হওয়ারই পরিচয়। স্বৈরাচারীদের থেকে অনুপ্রাণিত হয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন রাজ্যকে আইন-কানুনহীন জঙ্গলে পরিণত করছেন। এই গ্রেফতারি আমাদের আটকাতে পারবে না। আমরা আগামিদিনেও অস্বস্তিকর সত্য প্রকাশ করতে থাকব”। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও বিজেপি নেতার গ্রেফতারির তীব্র সমালোচনা করেছেন।

কী কারণে গ্রেফতারি?

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার কাউন্সিলর বিশ্বনাথনকে একটি চিঠি লিখেছিলেন বিজেপি নেতা এসজি সূর্য। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, মাদুরাইতে এক সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। তাঁকে নোংরা জলে নেমে কাজ করতে হচ্ছিল, যার জেরে শরীরে অ্যালার্জি হয় এবং সেখান থেকে তাঁর মৃত্য়ু হয়। মাদুরাইয়ের সাংসদ ভেঙ্কটেশনকেও আক্রমণ করে তিনি চিঠিতে লেখেন, “বিচ্ছিন্নতাবাদের মিথ্যা রাজনীতিতে নর্দমার থেকেও বাজে গন্ধ বের হয়। মানুষ হয়ে বাঁচার রাস্তা খুঁজুন।”

Next Article