চেন্নাই: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ইডি আধিকারিক। তার গ্রেফতারি ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। একদিকে ইডি অফিসে পুলিশের তল্লাশি নিয়ে জলঘোলা হচ্ছে। অন্যদিকে শাসক দল ডিএমকে-র অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার।
শুক্রবারই অঙ্কিত তিওয়ারি নামক এক ইডি আধিকারিককে ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার করে ভিজিলেন্স অ্য়ান্ড অ্যান্টি-কোরাপশন বিভাগ। এই প্রথম তামিলনাড়ুতে কোনও ইডি আধিকারিক গ্রেফতার হলেন। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, গ্রেফতারির পর অঙ্কিতের বাড়ি ও মাদুরাইয়ের ইডি অফিসে তল্লাশি চালিয়ে একাধিক নথি প্রমাণ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে চেন্নাইয়ের ইডি অফিসেও তল্লাশি চালানো হতে পারে। আগামী ১৫ ডিসেম্বর অবধি অঙ্কিতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এদিকে, ঘুষ নিতে গিয়ে আধিকারিক গ্রেফতারির ঘটনায় এখনও অবধি ইডির তরফে মুখ খোলা হয়নি।
এমনিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে তামিলনাড়ু সরকারের তুমুল বিরোধ চলছে পাঁচ জেলা কালেক্টরকে তলব করা ঘিরে। বেআইনিভাবে বালি উত্তোলন নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় ওই পাঁচ কালেক্টরকে তলব করেছিল ইডি। ইডির দাবি, বিগত দুই বছরে ৪৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বেআইনি বালি উত্তোলন করাকে কেন্দ্র করে।
ইডিকে চ্যালেঞ্জ করে স্ট্যালিন সরকার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতের তরফে তিন সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়েছে ওই সমনের উপরে। রাজ্য সরকারকে তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে ইডিকে জবাব দেওয়ার জন্য।
ইডি আধিকারিকের গ্রেফতারির পরই ডিএমকে-র মুখপত্র মুরাসোলিতে লেখা হয়, কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি ইডিকে ব্যবহার করে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ইডি মনগড়া একটা সংখ্যা বলেছে। দুর্নীতির কোনও প্রমাণই নেই।