Scam Alert: বিনা সুদে ঋণের টোপ! অর্থমন্ত্রীর নাম করে গ্রামবাসীদের প্রতারণা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম পবিত্রা। সুদ ছাড়া ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তিনি গ্রামবাসীদের থেকে টাকা নিতেন বলে অভিযোগ। সেই টাকা নিয়ে তিনি পালাতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত মহিলা তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা। তিনি একটি ট্রাস্ট চালান বলে জানা গিয়েছে।

Scam Alert: বিনা সুদে ঋণের টোপ! অর্থমন্ত্রীর নাম করে গ্রামবাসীদের প্রতারণা
অভিযুক্ত মহিলা
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 12:00 AM

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। তামিলনাড়ু থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ু এবং কর্নাটক সীমান্ত এলাকার গ্রামবাসীদের অভিযুক্ত মহিলা প্রতারণার জালে ফাঁসাতেন বলে অভিযোগ। এ নিয়ে দুটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম পবিত্রা। সুদ ছাড়া ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তিনি গ্রামবাসীদের থেকে টাকা নিতেন বলে অভিযোগ। সেই টাকা নিয়ে তিনি পালাতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত মহিলা তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা। তিনি একটি ট্রাস্ট চালান বলে জানা গিয়েছে।

কর্নাটক এবং তামিলনাড়ুর গ্রামবাসীদের কাছে গিয়ে পবিত্রা বলতেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং আরবিআই একটি ফান্ড করেছেন। সেই ফান্ড থেকে গরিবদের বিনা সুদে ঋণ দেওয়া হবে। তিনি সেই ঋণ পেতে সাহায্য করবেন বলে অভিযোগ। সেই প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের থেকে টাকা তুলতেন বলে অভিযোগ। তার পর পালিয়ে যেতেন সেখান থেকে। এমনকি অর্থমন্ত্রী এবং আরবিআই-এৎ ভুয়ো চিঠিও তিনি গ্রামবাসীদের দেখাতেন বলে জানা গিয়েছে। তার মাধ্যমেই চলত প্রতারণা। পবিত্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।