স্ত্রীর সন্দেহ ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। সন্দেহের বশবর্তী হয়ে স্বামীর যৌনাঙ্গে ফুটন্ত জল ঢেলে দিলেন স্ত্রী। এই ঘটনায় ওই ব্যক্তির যৌনাঙ্গ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আহত অবস্থায় ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পুদুপুত্তুতে। এই ঘটনার পর অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
৩২ বছরের থঙ্গরাজের সঙ্গে ২৯ বছরের প্রিয়ার বিয়ে হয়েছিল সাত বছর আগে। তাঁদের দুটি সন্তানও রয়েছে। থঙ্গরাজ একটি মোবাইল তৈরির কারখানায় কাজ করতেন। প্রিয়ার সন্দেহ ছিল, কারখানায় কাজ করা কোনও মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে থঙ্গরাজের। এই নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়শই ঝগড়া হত বলেও জানা গিয়েছে। গত মঙ্গলবার এই একই বিষয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তার পর ঘুমাতে যান থঙ্গরাজ। অভিযোগ, তার পর জল গরম করেন প্রিয়া। সেই ফুটন্ত জল থঙ্গরাজের যৌনাঙ্গে ঢেলে দেন বলে অভিযোগ।
এর পরই যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। তা শুনে ছুটে আসেন তাঁর প্রতিবেশীরা। তাঁরা আহত থঙ্গরাজকে উদ্ধার করে নিয়ে যান ওয়ালাজাপেট হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। ঘটনা নিয়ে কাবেরিপক্কম থানার পুলিশ মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৩২৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।