
চেন্নাই: সিনেমা ছেড়ে রাজনীতিতে আসা তারকার সংখ্যা নেহাত কম নয়। এবার লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখলেন আরও এক তারকা। দক্ষিণী সুপারস্টার বিজয় রুপোলি জগৎ ছেড়ে সক্রিয় রাজনীতিতে সামিল হলেন। শুধু রাজনীতিতে সামিল হওয়া নয়, নতুন রাজনৈতিক দলও গঠন করলেন বিজয়। যা স্বাভাবিকভাবেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
তামিল সুপারস্টার বিজয় যে রাজনৈতিক দলটি গঠন করেছেন, সেটির নাম তামিঝা ভেত্রি কাজহাগাম (TVK)। ইতিমধ্যে ২০০ জন দলীয় কর্মীকে নিয়ে নির্বাচন কমিশনে দলের নাম নথিভুক্ত করিয়েছেন বিজয়। তিনিই হবেন দলের সভাপতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কী আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বিজয়?
যদিও সুপারস্টার বিজয়ের জানিয়েছেন, লোকসভা নয়, ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনই তাঁর লক্ষ্য। অর্থাৎ তামিলনাড়ুর পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বিজয়। রুপোলি পর্দার সুপারস্টার এবার রাজনীতিতে হিরো হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার। যদিও দক্ষিণী সুপারস্টারদের রাজনীতির ময়দানেও সফল হওয়ার অনেক উদাহরণ রয়েছে। এপ্রসঙ্গে জয়ললিতা থেকে কমল হাসান, রজনীকান্তের নাম উল্লেখ করা যেতে পারে।
এদিকে, তামিল সিনেমায় রজনীকান্তের পর অন্যতম সুপারস্টার হয়ে উঠেছিলেন বিজয়। তিনি ৬৮টি সিনেমায় অভিনয় করেছেন। স্বাভাবিকভাবেই বিজয় রাজনীতির ময়দানে আসার খবরে হতাশ তাঁর অনুরাগীরা। তাহলে কি আর বড় পর্দায় দেখা যাবে না বিজয়কে? যদিও সুপারস্টার জানান, আগামী তিন-চার বছরের জন্য তিনি বিরতি নিয়েছেন।
বিজয়ের রাজনীতিতে আগমন হঠাৎ করে বলা যায় না। এক দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতিতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি ফ্যান ক্লাবের মাধ্যমে দরিদ্রদের বিনামূল্যে খাদ্য বিতরণ, দরিদ্র মেধা পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দেওয়া, টিউশন, লাইব্রেরির ব্যবস্থা করা, দরিদ্রদের আইন সহায়তা প্রদান-সহ বিভিন্ন জনকল্যাণকর কাজের সঙ্গে যুক্ত। ফলে অভিনেতা ছাড়াও বিজয়ের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানেও তিনি সফল হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।