Organ donates: অঙ্গদান করলে রাজকীয় সম্মানের সঙ্গে শেষকৃত্য করা হবে এই রাজ্যে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 24, 2023 | 6:46 PM

Organ donates: অঙ্গদানে উৎসাহ দিতে তামিলনাড়ু সরকার ২০০৮ সালে ২৩ সেপ্টেম্বর অঙ্গদান দিবস হিসাবে ঘোষণা করে। তার পর থেকে প্রতি বছরই তামিলনাড়ুতে এই দিনটি অঙ্গদান দিবস হিসাবে পালিত হয়। কিন্তু, তারপরও অঙ্গদানের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে এই রাজ্য।

Organ donates: অঙ্গদান করলে রাজকীয় সম্মানের সঙ্গে শেষকৃত্য করা হবে এই রাজ্যে
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

চেন্নাই: অঙ্গদান মহৎদান। মৃত ব্যক্তির অঙ্গে নতুন জীবন পেতে পারে বহু মানুষ। কিন্তু, এখনও নানান সংস্কার বা সচেতনতার অভাবে বহু মানুষ অঙ্গদানে এগিয়ে আসেন না। তাই অঙ্গদানে উৎসাহ দিতে এবার বিশেষ ঘোষণা করল তামিলনাড়ু সরকার (Tamilnadu Govt)। এবার মৃত্যুর পর অঙ্গদান (Organ donates) করলে সেটা বড় বলিদান বলে মনে করা হবে। ফলে যিনি অঙ্গদান করবেন, তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে রাজকীয় সম্মানের সঙ্গে। রাজ্য সরকারের তরফেই এই ব্যবস্থা করা হবে। একথা ঘোষণা করেছেন স্বয়ং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে স্ট্যালিন (CM M.K Stalin)।

অঙ্গদানে উৎসাহ দিতে তামিলনাড়ু সরকার ২০০৮ সালে ২৩ সেপ্টেম্বর অঙ্গদান দিবস হিসাবে ঘোষণা করে। তার পর থেকে প্রতি বছরই তামিলনাড়ুতে এই দিনটি অঙ্গদান দিবস হিসাবে পালিত হয়। কিন্তু, তারপরও অঙ্গদানের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে এই রাজ্য। তাই এবার অঙ্গদানে উৎসাহ দিতে বিশেষ ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে স্ট্যালিন। তিনি বলেন, মৃত্যুর পর যিনি অঙ্গদান করে কারও জীবন বাঁচাতে সাহায্য করবেন, তাঁর অন্তিম সংস্কারে তামিলনাড়ু সরকার রাজকীয় সম্মান দেবে। অঙ্গদানে উৎসাহ দিতেই এই বিশেষ ঘোষণা বলে জানিয়েছেন তিনি।

স্ট্যালিনের ঘোষণার প্রশংসা

মুখ্যমন্ত্রী এম. কে স্ট্যালিনের এই ঘোষণার প্রশংসা করা হয়েছে সমস্ত মহলে। তামিলনাড়ুর আঞ্চলিক দল, পাট্টালি মক্কাল কাচি (PMK) প্রধান অম্বুমণি রামাদোস মুখ্যমন্ত্রী স্ট্যালিনের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। যাদের ‘ব্রেন ডেড’ ঘোষণা করা হয়েছিল, তাদের নিঃস্বার্থ আত্মত্যাগকে সম্মান করে এই সিদ্ধান্ত।

৬ হাজারের বেশি অঙ্গদান হয়েছে

২০০৮ সাল থেকে তামিলনাড়ুতে অঙ্গ প্রতিস্থাপন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই রাজ্যে ৬ হাজারের বেশি লোক অঙ্গদান করেছে। যার মধ্যে হার্ট, লিভার, অন্ত্র, কর্ণিয়া, হাড় এবং ত্বক পর্যন্ত রয়েছে।

বর্তমানে সমগ্র তামিলনাড়ুতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন ইউনিটের মোট সংখ্যা ১৩। এছাড়া রাজ্য সরকার আরও ২৭টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।

Next Article