Tamilnadu DSP: হোয়াটসঅ্যাপ গ্রুপে নগ্ন ছবি পোস্ট, জোর করে যৌনতার চেষ্টা, মন্ত্রীর সমর্থন থাকা সত্ত্বেও বিপাকে পুলিশ আধিকারিক

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 14, 2022 | 5:28 PM

Whatsapp Chat: জানা গিয়েছে, চলতি বছর ১৯ মে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই অশ্লীল ছবি গুলি পাঠিয়েছিলেন ট্রিচির ডিএসপি। অপরাধ সংক্রান্ত বিভিন্ন আইন শেয়ার করার জন্য ওই গ্রুপটি তৈরি করা হয়েছিল।

Tamilnadu DSP: হোয়াটসঅ্যাপ গ্রুপে নগ্ন ছবি পোস্ট, জোর করে যৌনতার চেষ্টা, মন্ত্রীর সমর্থন থাকা সত্ত্বেও বিপাকে পুলিশ আধিকারিক
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

চেন্নাই: তামিলনাড়ুর (Tamilnadu) এক পুলিশ আধিকারিকের (Police Officer) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মহিলা পুলিশ আধিকারিকরা ট্রিচির ডেপুটি পুলিশ সুপার পারা বাসুদেবনের বিরুদ্ধে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ করেছেন। মহিলা পুলিশ কর্মীদের দাবি, ওই পুলিশ আধিকারিক তাঁর এবং অন্য এক মহিলার নগ্ন ছবি মহিলা সহকর্মীদের পাঠিয়েছেন। চিঠি লিখে জেলার মহিলা পুলিশ কর্মীরা অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। মহিলা পুলিশকর্মীদের অভিযোগ, কাজের হোয়াটসঅ্যাপ গ্রুপে নগ্ন ছবিগুলি পাঠানো হয়েছে। ডিএসপির পাঠানো অশ্লীল ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, চলতি বছর ১৯ মে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই অশ্লীল ছবি গুলি পাঠিয়েছিলেন ট্রিচির ডিএসপি। অপরাধ সংক্রান্ত বিভিন্ন আইন শেয়ার করার জন্য ওই গ্রুপটি তৈরি করা হয়েছিল। অন্য আরেক মহিলার সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের নগ্ন ছবি দেখে প্রাথমিকভাবে হতভম্ব হয়ে গিয়েছিলেন গ্রুপের অন্য সদস্যরা। যদিও ডিএসপি তৎক্ষণাত ছবিটি ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু তাসত্ত্বেও ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। মহিলা পুলিশকর্মীদের লিখিত চিঠিতে তাঁরা ডিএসপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ ওই পুলিশ আধিকারিক তাঁর মহিলা সহকর্মীদের একাধিকবার যৌনতার জন্য জোর দিয়েছেন এবং তাদের অশ্লীল ছবি তোলার চেষ্টাও করেছেন।

মহিলা পুলিশকর্মীদের দাবি ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ২৩ মে ও ৩০ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি কারণ ডিএমকে সরকারের মন্ত্রী কেএন নেহেরু তাঁর প্রতি সমর্থন রয়েছে। চিঠি ভাইরাল হয়ে যাওয়ার পর, ওই পুলিশ আধিকারিককে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অভিযুক্ত পুলিশ আধিকারিকের প্রশংসা শোনা গিয়েছিল রাজ্যের মন্ত্রীর গলায়। সেই কারণে বিতর্ক আরও বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পুলিশ আধিকারিক প্রসঙ্গে মন্ত্রী বলেছিলেন, “সাব ইনস্পেক্টর থাকার সময় থেকেই এই পুলিশ আধিকারিক আমার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি যদি চান তবে যে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন আবার দোষী তালিকা থেকে নাম সরিয়েও দিতে পারেন।”

Next Article