মুম্বই: যৌন হেনস্থার মামলায় জয় পেলেন “তারক মেহতা কা উলটা চশমা” খ্যাত অভিনেত্রী জেনিফার মিস্ত্রি। শোয়ের নির্মাতা অসিত কুমার মোদীর বিরুদ্ধে তিনি কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এই নিয়ে বিস্তর জলঘোলাও হয়। অবশেষে সেই মামলায় জয় পেলেন অভিনেত্রী। মঙ্গলবার জেনিফার জানান, মামলায় তাঁর জয় হয়েছে। অসিত কুমার মোদীকে তাঁর প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি জেনিফারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রযোজককে।
মঙ্গলবারই “তারক মেহতা কা উলটা চশমা”র অভিনেত্রী জেনিফার মিস্ত্রি জানান, গত ১৫ ফেব্রুয়ারিই আদালত এই রায় দিয়েছে। তিনি বলেন, “অসিত কুমার মোদীকে আদালত নির্দেশ দিয়েছে আমার প্রাপ্য বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি আমার প্রাপ্য টাকা আটকে রাখার জন্য জরিমানা বাবদ ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। সবমিলিয়ে প্রায় ২৫-৩০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ১৫ ফেব্রুয়ারিই আদালত এই রায় দিয়েছে, তবে আমায় মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করা হয়েছিল।”
অভিনেত্রীর দাবি, এক মাস কেটে গেলেও, তিনি এখনও অবধি কোনও টাকা পাননি। শোয়ের প্রোজেক্ট হেড সোহেল রামানি ও এগজেকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজকে কোনও শাস্তি না দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “আদালতের রায়ে স্পষ্ট যে আমার মামলা বানানো ছিল না। আমি সস্তার প্রচারের জন্য এইসব করিনি। আমায় যে হেনস্থার শিকার হতে হয়েছিল, তা আদালতে মান্যতা পেয়েছে। তবে আমার মনে হচ্ছে, আমি এখনও সুবিচার পাইনি।”
প্রসঙ্গত, তারক মেহতা কা উলটা চশমা নামক ওই জনপ্রিয় কমেডি শোয়ে মিসেস রোশন সোধির চরিত্রে অভিনয় করতেন জেনিফার মিস্ত্রি। ২০২৩ সালে হঠাৎ তিনি শো ছেড়ে দেন। এরপরই শোয়ের প্রযোজক অসিত কুমার মোদী, প্রোজেক্ট হেড সোহেল রামানি ও এগজেকিউটিভ প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তাঁদের আটকও করা হয়। যদিও অভিযুক্তরা দাবি করেছিলেন, তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্য়া।