Independence Day: লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক, কৃষক, শ্রমিক-সহ গৃহবধূও

Special Guests: এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত আধিকারিক, শিক্ষাবিদ থেকে শিক্ষক, সরপঞ্চ, কৃষক, শ্রমিক, মজুর, খাদি কারিগর, নির্মাণকর্মী, সমাজসেবীরা রয়েছেন।

Independence Day: লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক, কৃষক, শ্রমিক-সহ গৃহবধূও
লালকেল্লায় উদযআপিত হবে ৭৬ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। Image Credit source: ANI

| Edited By: Sukla Bhattacharjee

Aug 14, 2023 | 5:41 PM

নয়া দিল্লি: রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপন করতে মেতে উঠেছে গোটা দেশ। নয়া দিল্লি কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সর্বত্র জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও লালকেল্লায় দেশ-বিদেশের বিশেষ অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর দেশের সেই বিশেষ অতিথির তালিকায় থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে দাগ কেটে যাওয়া সরকারি আধিকারিক থেকে প্রত্যন্ত গ্রামের গৃহবধূ, শিক্ষক, কৃষক ও নির্মাণকর্মী।

পিএমও সূত্রে খবর, এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত আধিকারিক, শিক্ষাবিদ থেকে শিক্ষক, সরপঞ্চ, কৃষক, শ্রমিক, মজুর, খাদি কারিগর, নির্মাণকর্মী সমাজসেবীর মতো সাধারণ নাগরিকেরা রয়েছেন। এঁদের স্ত্রী/ স্বামীরাও আমন্ত্রিত রয়েছেন।

আমন্ত্রিতদের তালিকা

৭৬ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রায় ৫০ জন স্বাস্থ্যকর্মী, কেন্দ্রীয় ও মাধ্যমিক স্কুলের মোট ৫০ জন স্কুল শিক্ষক আমন্ত্রিত রয়েছেন। এছাড়া দেশের ৬৬০-এর বেশি গ্রামের ৪০০-র বেশি সরপঞ্চ এবং ২৫০ কৃষক রয়েছেন। ২৫০ কৃষকের মধ্যে আবার বিভিন্ন উৎপাদনকারী সংস্থায় নিযুক্ত ২০০ জন এবং প্রধানমন্ত্রী কিষণা সম্মান নিধি প্রকল্প ও প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় অংশগ্রহণকারী ৫০ জন রয়েছেন। এছাড়া নতুন সংসদ ভবন নির্মাণে নিযুক্ত থাকা ৫০ নির্মাণকর্মী রয়েছেন। খাদি কারিগরও ৫০ জন রয়েছেন।

আমন্ত্রিতদের তালিকা।

এই সমস্ত অতিথিদের মধ্যে অনেকে আবার ন্যাশনাল ওয়ার মেমিরিয়্যাল ভ্রমণের সুযোগও পেয়েছেন। এছাড়া বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৭৫ দজন দম্পতিকে আমন্ত্রিত করা হয়েছে, যাঁরা ঐতিহ্যবাহী পোশাক পরে লালকেল্লায় স্বাধীনকতা দিবসের অনুষ্ঠানে যোগ দেলেন।

উল্লেখ্য, স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করতে দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি দেশবাসীকে তেরঙা পোশাক পরে সেলফি তোলারও আহ্বান জানিয়েছে কেন্দ্র। তাই দিল্লির বিভিন্ন স্থানে মোট ১২টি সেলফি পয়েন্ট করা হয়েছে। যার মধ্যে রয়েছে, ইন্ডিয়া গেট, জামা মসজিদ, প্রগতি ময়দান, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, রাজীব চক মেট্রো স্টেশন, বিজয় চক রাজঘাটের মতো বিশিষ্ট স্থান।