করোনাকালে মরুভূমির জাহাজে চেপে পড়ুয়াদের বাড়িতে শিক্ষক
এমন সময় রাজস্থানে (Rajasthan) দেখা গেল ভিন্ন ছবি। করোনাকালে উটের পিঠে করে পড়ুয়াদের বাড়ি যাচ্ছেন শিক্ষক। পড়ুয়াদের সঙ্গে সংযোগ রাখতেই এমন উদ্যোগ।
রাজস্থান: করোনার (Covid) দাপটে নাজেহাল সারা দেশ। মারণ ভাইরাসের জেরে গত এক বছরের বেশি সময় ধরে পাটলে গিয়েছে মানুষের জীবনযাত্রা। প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। আগের মতো স্কুলে গিয়ে ক্লাস করার সুযোগ নেই এখন। বিকল্প ব্যবস্থা হিসেবে এসেছে অনলাইন ক্লাস (Online Class)।
তবে বহু পড়ুয়ার স্মার্ট ফোন কেনার সামর্থ্য নেই। বিপাকে পড়েছেন অনেকে। বহু পড়ুয়ার পড়াশোনার পাট চুকেছে। কিছুদিন আগেই হরিয়ানার একটি স্কুল থেকে বহু পড়ুয়ার ‘গায়েব’ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। কারণ হিসেবে জানা যায়, কঠিন পরিস্থিতিতে পড়াশোনার খবর টানতে ব্যর্থ তাদের পরিবার।
এমন সময় রাজস্থানে দেখা গেল ভিন্ন ছবি। করোনাকালে উটের পিঠে করে পড়ুয়াদের বাড়ি যাচ্ছেন শিক্ষক। পড়ুয়াদের সঙ্গে সংযোগ রাখতেই এমন উদ্যোগ। ইতিমধ্যেই ঘটনার প্রশংসা করেছেন বহু মানুষ। জানা গিয়েছে, রাজস্থানের বাড়মের অঞ্চলে মোবাইলের নেটওয়ার্ক পেতে সমস্যা হয় পড়ুয়াদের। এই কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না তারা।
তাই, উটের পিঠে চেপে সেইসব পড়ুয়াদের সাহায্য করতে তাদের গ্রামে পৌঁছে গেলেন শিক্ষকরা। শিক্ষকদের হাতের নাগালে পেয়ে উৎসাহিত পড়ুয়ারাও। উটের পিঠে চেপে পড়ুয়ার কাছে পৌঁছনোর এমন ছবি এর আগে কোথাও দেখা যায়নি। পড়ুয়াদের পেন্সিল, বইখাতা সহ পড়াশোনার আরও সরঞ্জাম দিয়ে সাহায্য করেছেন শিক্ষকেরা।
আরও পড়ুন: ১৫ বছর লিভ ইনের পর গ্রেফতার এক ব্যক্তি, উঠেছে মারাত্মক অভিযোগ