Telangana Election 2023: ভোটের মুখে তেলঙ্গানায় ট্রাক থেকে উদ্ধার ৭৫০ কোটি টাকা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 19, 2023 | 7:18 PM

Cash found: বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এর মধ্যে তেলেঙ্গানার গাড়ওয়াল এলাকায় জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আচকায় পুলিশ। তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ৭৫০ কোটি টাকা। যা দেখে হতবাক হয়ে যায় পুলিশও।

Telangana Election 2023: ভোটের মুখে তেলঙ্গানায় ট্রাক থেকে উদ্ধার ৭৫০ কোটি টাকা
প্রতীকী ছবি।
Image Credit source: ANI

Follow Us

হায়দরাবাদ: তেলেঙ্গানায় বিধানসভা ভোটের (Telangana Assembly Election) নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। লাগু হয়ে গিয়েছে ভোটের আচরণবিধি। স্বাভাবিকভাবেই বেআইনি কার্যকলাপ রুখতে জোর নজরদারি শুরু করেছে রাজ্য পুলিশ (Telangana Police)। পুলিশি তল্লাশিতেই ধরা পড়ল ট্রাক বোঝাই তোড়া-তোড়া টাকা। একেবারে জাতীয় সড়কে একটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে ৭৫০ কোটি টাকা (Rs 750 Crore)। যা দেখে পুলিশের চোখও কপালে উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তেলেঙ্গানার গাড়ওয়াল এলাকায় জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আচকায় পুলিশ। তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ৭৫০ কোটি টাকা।

যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ টাকা অবৈধ নয়। পুরোটাই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা। বুধবার সকালে তেলঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ সাংবাদিক বৈঠক করে জানান, ৭৫০ কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা। বিপুল পরিমাণ ওই টাকা ট্রাকে করে কেরল থেকে হায়দরাবাদে ব্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তারপরই পুলিশ ট্রাকটিকে গন্তব্যে যাওয়ার অনুমতি দেয়।

প্রসঙ্গত, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তীশগঢ় ও মিজোরামে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই পুলিশি নজরদারি বেড়েছে। অনেক রাজ্যে টাকা দিয়ে ভোট কেনা-বেচাও শুরু হয়েছে। ইতিমধ্যে তেলঙ্গানার বিভিন্ন জায়গা থেকে নগদ ১৬৫ কোটি টাকা সহ বিপুল পরিমাণ সোনা, হীরে ও মদ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই হাইওয়ে দিয়ে তোড়া-তোড়া টাকা বোঝাই ট্রাক যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই তৎপরতা শুরু করে রাজ্য পুলিশ।

Next Article