মা-বাবার দেখভাল না করলেই বেতন কাটা হবে সরকারি কর্মীদের

Salary Deduction: এই আইনে বলা হয়েছে, যে সকল সরকারি চাকরিজীবীরা নিজেদের মা-বাবার দেখভাল করবেন না, তাদের বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। এই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে ওই সরকারি কর্মীর অভিভাবকের অ্যাকাউন্টে। 

মা-বাবার দেখভাল না করলেই বেতন কাটা হবে সরকারি কর্মীদের
ফাইল চিত্রImage Credit source: Pixabay

|

Jan 14, 2026 | 2:57 PM

হায়দরাবাদ: মা-বাবাকে দেখেন না? এবার সরকারি চাকুরেদের বেতন কাটা হবে। বেতন থেকে কেটে নেওয়া সেই টাকা সোজা চলে যাবে বৃদ্ধ মা-বাবার অ্য়াকাউন্টে। শীঘ্রই আসছে আইন। বৃদ্ধ মা-বাবাকে অবহেলা, তাদের দায়িত্বভার না নেওয়ার ঘটনা ক্রমশ বাড়তেই বড় সিদ্ধান্ত।

মা-বাবার দেখভাল না করলে, বেতন কেটে নেওয়ার সিদ্ধান্তকে দ্রুত আইনে পরিণত করতে চলেছে তেলঙ্গানা সরকার। এই আইনে বলা হয়েছে, যে সকল সরকারি চাকরিজীবীরা নিজেদের মা-বাবার দেখভাল করবেন না, তাদের বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। এই টাকা ট্রান্সফার করে দেওয়া হবে ওই সরকারি কর্মীর অভিভাবকের অ্যাকাউন্টে।

চলতি সপ্তাহের সোমবারই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি জানিয়েছেন, বৃদ্ধ মা-বাবারা তাদের সন্তানের বিরুদ্ধে দেখভাল না করার অভিযোগ আনছেন, তা গুরুত্ব দিয়ে দেখা হবে। সরকারি কর্মী এমন কোনও ঘটনা ঘটালে, তাদের বেতন থেকে ১০ শতাংশ টাকা কেটে, তা মা-বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে।

তেলঙ্গানা সরকার রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করছে। এর নাম দেওয়া হয়েছে প্রণাম। ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, আসন্ন ২০২৬-২৭ বাজেট প্রস্তাবনায় নতুন একটি হেলথকেয়ার বা স্বাস্থ্য সংক্রান্ত নীতিও আনা হবে।

শুধুমাত্র প্রবীণ নাগরিকই নয়, বিশেষভাবে সক্ষমদের জন্যও একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ সংরক্ষণ থাকবে। বিশেষভাবে সক্ষমরা বিয়ে করলে, তাদের রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।