তেলঙ্গানা: চুরির অভিযোগে গ্রেফতার হওয়ার পর পুলিশের হেফাজতেই মৃত্যু হল এক মহিলার (Woman)। মৃত মহিলার নাম ইয়েসুম্মা। জানা গিয়েছে, চুরি করার অভিযোগে নিজের ছেলের সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে থানায় তার মৃত্যু (Death) হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহিলার বয়স ৪৫ বছর।
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মারধরের কারণে মৃত্যু হয়েছে তার। যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। গত শনিবার ছেলের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন ইয়েসুম্মা। দু’জনকেই চুরির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। কিন্তু একদিনের মাথায় অভিযুক্তর মৃত্যু হল।
তেলঙ্গানার ইয়াদাদরির আড্ডাগুদুরে ঘটনাটি ঘটেছে। এক পুলিশ কর্তা বলেন, পুলিশি হেফাজতে জ্ঞান হারিয়েছিলেন ওই মহিলা। তারপর তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, পুলিশ তাকে মারধর করেনি।
আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে অনলাইন ক্লাস, মেয়ের মাথায় ছাতা বাড়ালেন বাবা