
গোপালপুর: রজ উৎসব পালনে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী। প্রেমিককে গাছে বেঁধে তাঁরই সামনে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ তিনজনের বিরুদ্ধে। ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরের এই ঘটনায় শিউরে উঠছেন সকলে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দশজনকে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় নাগাদ রজ উৎসব পালন করতে প্রেমিকের সঙ্গে গোপালপুর সমুদ্র সৈকতে গিয়েছিলেন বছর কুড়ির ওই যুবতী। জানা গিয়েছে, নির্যাতিতা কলেজে পড়াশোনা করছেন। ঘটনার দিন সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় দশজন মোটর সাইকেলে চড়ে তাঁদের সামনে আসে। এরপর অনুমতি না নিয়ে তারা ওই যুগলের ছবি তুলতে শুরু করে। হুমকি দেয় সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেওয়ার। এরপর অভিযুক্তদের প্রেমিক বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করে ওই দশজন।
অভিযোগ, এরপর তাঁর হাত বাঁধে তারা। যুবতীকে টানতে-টানতে নিয়ে যাওয়া হয় পাশের একটি ফাঁকা বাড়িতে। সেখানেই প্রেমিকের সামনেই তিনজন মিলে গণধর্ষণ করে যুবতীকে। ঘটনার পর ওই যুগল কোনও ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে গোপালপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর কেউ যুক্ত কি না তাও জেরা চালাচ্ছে গোপালপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে বরহমপুর পুলিশ সুপার সরবণ বিবেক এম জানিয়েছেন, নির্যাতিতা ও ধৃতদের মেডিক্যাল পরীক্ষা চলছে। বর্তমানে যুবতীর অবস্থা স্থিতিশীল।