J&K Terror Activity: পকেট হাতাতেই বেরিয়ে এল গ্রেনেড আর টাকার বান্ডিল, উপত্যকায় বড় সন্ত্রাসের ছক বানচাল,

Security Force: গ্রেনেড রাখায় ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA) ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কোথা থেকে তারা এই গ্রেনেড পেয়েছিল এবং কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

J&K Terror Activity: পকেট হাতাতেই বেরিয়ে এল গ্রেনেড আর টাকার বান্ডিল, উপত্যকায় বড় সন্ত্রাসের ছক বানচাল,
ফাইল চিত্রImage Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 26, 2023 | 7:07 AM

শ্রীনগর: উপত্যকায় ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বড়সড় নাশকতার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। শনিবার জম্মু-কাশ্মীরের উরি থেকে গ্রেনেড সহ গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড ছাড়াও নগদ ৪.৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উপত্যকায় নাশকতার উদ্দেশ্য নিয়েই ওই দুই অভিযুক্ত এগোচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের উরিতে ঝুলা ব্রিজের কাছে নাকা চেকিং চলছিল। সেই সময়ই গাড়িতে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চারটি হ্যান্ড গ্রেনেড ও নগদ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়।

গ্রেনেড রাখায় ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA) ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। কোথা থেকে তারা এই গ্রেনেড পেয়েছিল এবং কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। দুইদিন ধরে চলা এনকাউন্টার অভিযানে দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করা হয়। এদের মধ্যে একজন কম্যান্ডার ছিলেন। অন্যদিকে, জঙ্গিদে গুলিতে শহিদ হন পাঁচজন সেনা জওয়ান। ওই অভিযানের পর গতকালের গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।