J&K Terror Attack: বাড়িতে ঢুকে আগে আধার কার্ড দেখতে চেয়েছিল জঙ্গিরা, নববর্ষে রাজৌরির হামলা ঘিরে চাঞ্চল্যকর তথ্য

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 02, 2023 | 11:58 AM

Terrorist: সেনা সূত্রে জানা গিয়েছে, গুলিতে কমপক্ষে ১০ জনের উপরে গুলি চালানো হয়। তাঁদের রাজৌরির সরকারি মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনের আজ সকালে মৃত্যু হয়।

J&K Terror Attack: বাড়িতে ঢুকে আগে আধার কার্ড দেখতে চেয়েছিল জঙ্গিরা, নববর্ষে রাজৌরির হামলা ঘিরে চাঞ্চল্যকর তথ্য
এ দিন সকালেও এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলে।

Follow Us

শ্রীনগর: বর্ষশুরুতেই উপত্যকা রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায় (Terror Attack)। রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরিতে হামলা চলে। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে চারজনের মৃত্যু হয়। এই হামলার পরই নিরাপত্তার কড়া বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এলাকা। সেই হামলা নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে জানানো হল, রাজৌরিতে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। খুন করার আগে তাঁদের পরিচয়ও জানতে চায় জঙ্গিরা। সূত্রের খবর, রবিবারের এই হামলায় কমপক্ষে দুই জন জঙ্গি জড়িত ছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে ৭টা নাগাদ জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হামলা হয়। দীর্ঘক্ষণ ধরেই জঙ্গিরা জঙ্গলের ভিতরে লুকিয়ে ছিল। সুযোগ বুঝে তারা হামলা চালায়। ওই এলাকার হিন্দুদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সূত্রের খবর, হামলাকারী জঙ্গিরা বাড়িতে ঢুকে প্রথমে বসবাসকারীদের পরিচয় জানতে চাওয়া হয়। আধার কার্ড দেখে তাদের ধর্ম হিন্দু জানার পরই এলোপাথাড়ি গুলি চালায় তাঁরা।

বহু বছর বাদে নববর্ষের দিন জম্মুতে হামলা হল। সেনার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “কমপক্ষে ১০ মিনিট ধরে গোলাগুলি চলে। প্রথমে রাজৌরির আপার ডাংরি গ্রামের একটি বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। এরপর ২৫ মিটার দূরে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার উপরে এলোপাথাড়ি গুলি চালায়। গ্রাম ছেড়ে পালানোর আগে আরও একটি বাড়িতে ঢুকে গুলি চালায় তাঁরা।”

সেনা সূত্রে জানা গিয়েছে, গুলিতে কমপক্ষে ১০ জনের উপরে গুলি চালানো হয়। তাঁদের রাজৌরির সরকারি মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনের আজ সকালে মৃত্যু হয়। জানা গিয়েছে, মোট তিনজন আহতকে এয়ারলিফ্ট করে জম্মু নিয়ে আসা হচ্ছিল। সেই সময়ই এক ব্যক্তির মৃত্যু হয়।

ডাংরির পঞ্চায়েত প্রধান ধীরজ কুমার জানান, সন্ধে ৭টা নাগাদ তিনি গুলির শব্দ শোনা যায়। এরপরে গুলির শব্দ বাড়তে শুরু করে। হামলার পরই অভিযুক্ত দুই জঙ্গিকে ধরতে সেনা ও সিআরপিএফ বাহিনী যৌথ অভিযান শুরু করে।   এদিকে, হামলার প্রতিবাদে আজ রাজৌরিতে বনধ পালন করা হচ্ছে।

Next Article