Terror attack: সিআরপিএফের গাড়ির উপর জঙ্গি হামলা, জঙ্গলের ভিতর উদ্ধার নিখোঁজ জওয়ানের দেহ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 19, 2023 | 6:22 AM

Jammu & Kashmir: জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। গভীর জঙ্গলে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা জানতে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে সেনা আধিকারিক জানিয়েছিলেন। জওয়ানদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট।

Terror attack: সিআরপিএফের গাড়ির উপর জঙ্গি হামলা, জঙ্গলের ভিতর উদ্ধার নিখোঁজ জওয়ানের দেহ
সেনা গাড়ির উপর জঙ্গি হামলা। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: ফের সেনা জওয়ানের উপর হামলা চালাল জঙ্গিরা। এবার জম্মু-করাশ্মীরের রাজধানী শ্রীনগরে সিআরপিএফ জওয়ানদের গাড়ির উপর হামলা চালাল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। গাড়িটি বুলেটপ্রুফ হওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এই ঘটনা সেনা-জওয়ানদের কাছে যথেষ্ট বিপজ্জনক। অন্যদিকে, অনন্তনাগ জেলায় এনকাউন্টার চলাকালীন গুলিবিদ্ধ নিখোঁজ জওয়ানের দেহ মিলল অবশেষে। পাশাপাশি সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত।

শ্রীনগরে সিআরপিএফের গাড়ির উপর হামলা সম্পর্কে পুলিশ জানিয়েছে, সোমবার রাতে শ্রীনগরের খানিয়ার এলাকায় সিআরপিএফের চলন্ত গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। সেনা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। জওয়ানরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

অন্যদিকে, সোমবার রাতে অনন্তনাগ জেলায় জঙ্গলের ভিতর গুলিবিদ্ধ নিখোঁজ জওয়ান প্রদীপের দেহ মিলেছে বলে সেনা সূত্রের খবর। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওটা তারই দেহ মিলেছে নিশ্চিত করেছে সেনাবাহিনী। তাঁর সঙ্গে আরও এক দেহ মিলেছে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান এখনও চলছে। গভীর জঙ্গলে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা জানতে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে সেনা আধিকারিক জানিয়েছিলেন। সংলগ্ন এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। জওয়ানদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

Next Article