শ্রীনগর: অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) জঙ্গি নাশকতার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। তাই কোনরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। অমরনাথ যাত্রা শুরুর আগে থেকেই গোটা কাশ্মীর (Kashmir) কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি জঙ্গি অভিযানেও তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। গত শনিবারের পর মঙ্গলবার ফের উপত্যকায় জঙ্গি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। এদিনের অভিযানে ১ জঙ্গির (Terror) মৃত্যুও হয়েছে। পাশাপাশি জঙ্গিদের ছোড়া গুলিতে এক পুলিশকর্মীর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, এদিন ভোররাতে কুলগাম জেলার হাওরা গ্রামে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথবাহিনী। সেই অভিযানেই নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ১ জঙ্গির মৃত্যু হয়েছে। ওই জঙ্গির নাম, পরিচয় এখনও জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তার কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে, হাওরা গ্রামে সারারাত ধরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলে। সেই লড়াই চলাকালীন জঙ্গিদের ছোড়া গুলিতে জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মীও গুরুতর জখম হয়েছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত, হাওরা গ্রামে জঙ্গি-নিকেশ অভিযান এখনও চলছে।
প্রসঙ্গত, দিন চারেক আগে, গত শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় মছল সেক্টরের কালা জঙ্গল এলাকায় অভিযান চালিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই অভিযানে ৪ জঙ্গি নিহত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপত্যকা সফরের মধ্যেই এরা পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়। ভারতে বড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল বলেও সূত্রের খবর। নিরাপত্তাবাহিনীর তৎপরতায় জঙ্গিদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। এর আগে গত ১৬ জুন কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও ৫ পাক জঙ্গির মৃত্যু হয়েছিল।