Terrorist Attack: পুলওয়ামার পুনরাবৃত্তির চেষ্টা! রাজৌরিতে সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা

Terrorist Attack in J&K: ফের সেনার গাড়িতে হামলা জঙ্গিদের। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনার গাড়িতে গুলি চালাল জঙ্গিরা। কয়েক রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা।

Terrorist Attack: পুলওয়ামার পুনরাবৃত্তির চেষ্টা! রাজৌরিতে সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Feb 26, 2025 | 2:45 PM

শ্রীনগর: পুলওয়ামার পুনরাবৃত্তি? ফের সেনার গাড়িতে হামলা জঙ্গিদের। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনার গাড়িতে গুলি চালাল জঙ্গিরা। তবে হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর।

বুধবার দুপুর ১টায় রাজৌরির সুন্দরবাণী মাল্লা রোডের কাছে  ফাল নামক একটি গ্রামে জলের ট্যাঙ্কের কাছে হামলা চালায়।  প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছিল, সেই সময় জঙ্গিরা এক-দুই রাউন্ড গুলি চালায়।

জানা গিয়েছে, ফাল গ্রামে সেনাবাহিনীর গাড়ি যখন পেট্রোলিং করছিল, সেই সময় জঙ্গল থেকে আচমকা ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এর আগে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ে হামলা করে জঙ্গিরা। ওই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল।