
শ্রীনগর: হিন্দু পর্যটকদের মেরেও শান্তি হয়নি, জঙ্গিদের নিশানায় ফের সাধারণ মানুষ। উত্তপ্ত কাশ্মীরের কুপওয়ারায় এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলি করল জঙ্গিরা। গুরুতর জখম হয়েছিলেনওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রসুল মাগরে (৪৩)। উত্তর কাশ্মীরের কুপওয়ারার কান্দি খাস এলাকার বাসিন্দা তিনি। গতকাল, শনিবার ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে জঙ্গিরা। তলপেট ও বাম হাতে গুলি লেগেছে। হান্দওয়ারার জিএমসি-তে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁকে গুলি করল জঙ্গিরা, তা এখনও জানা যায়নি। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। তারাও ঘটনাস্থলে পৌঁছন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টার চলেছে। বৃহস্পতিবার বান্দিপোরার চেকপোস্ট থেকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, প্রচুর গুলি ও হ্য়ান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।