নয়া দিল্লি: দুবাই থেকে সোনা নিয়ে দিল্লি (Delhi) আসছিলেন। বিমানে ওঠার সময় চেকিংয়েও ধরা পড়েননি। পরিকল্পনা মাফিক বেশ গোপনেই রেখেছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) নামতেই নিরাপত্তারক্ষীদের হাতে সোনা সহ পাকড়াও হলেন থাইল্যান্ডের নাগরিক (Thailand Citizen)। উদ্ধার হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকার সোনা। এরপরই অভিবাসন দফতরের তরফে ওই ব্যক্তি ও তাঁর ভারতীয় সঙ্গীকে গ্রেফতার করা হয়। পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ সোনা দুবাই থেকে ভারতে নিয়ে আসা হচ্ছিল বলে অভিবাসন দফতরের তরফে জানানো হয়েছে।
দিল্লি বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের বিষয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে অভিবাসন দফতর। বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত দুই ব্যক্তির মধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক এবং আরেকজন ভারতীয় এক বিমান সংস্থার কর্মী। তাঁদের কাছ থেকে ১.১২ কেজি সোনা উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৫৭.৬৫ লক্ষ টাকা।
ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, পাচারের উদ্দেশ্যেই দুবাই থেকে বিপুল পরিমাণ সোনা ভারতে নিয়ে আসা হয়েছিল। নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ব্যক্তির কাছে সোনা পৌঁছে দিয়ে ওই থাই নাগরিকের সোমবার রাতের বিমানেই ব্যাংকক ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। দুজনকেই গ্রেফতার করা হয়েছে।