Thane: পুলিশ গাড়ি ধরতেই বেরোল কোটি-কোটি টাকার তিমির বমি! গ্রেফতার ৩

Sep 29, 2024 | 9:55 PM

Thane Whale Vomit: ৫.৬ কিলোগ্রাম ওজনের তিমির বমি বাজেয়াপ্ত করল মহারাষ্ট্র পুলিশের অপরাধ দমন শাখার কল্যাণ ইউনিট। যার মূল্য প্রায় ৬.২০ কোটি টাকা। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মহারাষ্ট্রর থানে থেকে এই বিপুল পরিমাণ তিমির বমি বা অ্যাম্বারগ্রিস বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Thane: পুলিশ গাড়ি ধরতেই বেরোল কোটি-কোটি টাকার তিমির বমি! গ্রেফতার ৩
পাচার হচ্ছিল তিমির বমি
Image Credit source: Pexels

Follow Us

থানে: ৫.৬ কিলোগ্রাম ওজনের তিমির বমি বাজেয়াপ্ত করল মহারাষ্ট্র পুলিশের অপরাধ দমন শাখার কল্যাণ ইউনিট। যার মূল্য প্রায় ৬.২০ কোটি টাকা। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মহারাষ্ট্রর থানে থেকে এই বিপুল পরিমাণ তিমির বমি বা অ্যাম্বারগ্রিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম অনিল ভোসলে, অঙ্কুশ শঙ্কর মালি এবং লক্ষ্মণ শঙ্কর পাতিল।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা একটি গাড়িতে পাইপলাইন রোড থেকে বদলাপুরে এই অ্যাম্বারগ্রিস পাচার করার চেষ্টা করছে বলে, আগেই খবর ছিল অপরাধদমন শাখার কাছে। সেই গোপন তথ্যের ভিত্তিতে, থানে জেলার ডোম্বিভলি শহরের মানপাদা এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করেছিল অপরাধদমন শাখা। ওই রাস্তা দিয়ে যাওয়া সন্দেহজনক গাড়িগুলিকে দাঁড় করিয়ে করিয়ে তল্লাশি চালানো হয়। আর তাতেই ধরা পড়ে যায় অভিযুক্তরা। তিনজনকেই মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

প্রসঙ্গত, অ্যাম্বারগ্রিস একটি মোমের মতো পদার্থ। স্পার্ম হোয়েল বা শুক্রাণুর মতো দেখতে তিমিমাছের পাচনতন্ত্রে এটি উৎপন্ন হয়। সুগন্ধি তৈরিতে এই পদার্থ ব্যবহার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনই নভি মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে খাকা আরও বেশ কিছু জিনিস ও তাদের মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্যপ্রাণ সুরক্ষা আইনের প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

Next Article