PM Modi in Vadodara: ভিড়ে ঠাসা প্রধানমন্ত্রীর রোড শোয়ে এল কর্নেল কুরেশির পরিবার, অভ্যর্থনা জানালেন মোদী

PM Modi in Vadodara: এদিন মোদীর আগমন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কর্নেল সোফিয়া কুরেশির দাদা সঞ্জয় কুরেশি বলেন, 'এই মুহূর্তের কোনও বর্ণনা হয় না। আমরা প্রথমবার সচোক্ষে প্রধানমন্ত্রীকে দেখলাম। উনিও আমাদের হাত নাড়িয়ে অভ্য়র্থনা জানান।'

PM Modi in Vadodara: ভিড়ে ঠাসা প্রধানমন্ত্রীর রোড শোয়ে এল কর্নেল কুরেশির পরিবার, অভ্যর্থনা জানালেন মোদী
গুজরাটে প্রধানমন্ত্রীImage Credit source: PTI

|

May 26, 2025 | 12:08 PM

আহমেদাবাদ: অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দু’দিনের সফরে গুজরাটে গেলে তিনি। আহমেদাবাদে করলেন রোড-শো। চলল পুষ্পবৃষ্টি। প্রধানমন্ত্রীকে দেখে আত্মহারা স্থানীয়রা। উড়ল দেশের পতাকা। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানাতে দেখা গেল স্থানীয়দের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোদীর রোড-শো দেখতে উপস্থিত ছিলেন হাজার পঞ্চাশেক জনতা। আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। এই সেনা কমান্ডরের কৌশলেই অপারেশন সিঁদুরে সাফল্য়ে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর আজ তাঁরই পরিবারকে উপস্থিত থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর রোড শোয়ে।

এদিন মোদীর আগমন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে কর্নেল সোফিয়া কুরেশির দাদা সঞ্জয় কুরেশি বলেন, ‘এই মুহূর্তের কোনও বর্ণনা হয় না। আমরা প্রথমবার সচোক্ষে প্রধানমন্ত্রীকে দেখলাম। উনিও আমাদের হাত নাড়িয়ে অভ্য়র্থনা জানান।’

উল্লেখ্য, ঠাসা কর্মসূচি নিয়ে গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার দাহোদ ও ভূজে ৮২ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসের পর তিনি চলে যাবে গান্ধীনগরে। এই ভূজেই যেখানে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান, সেখানেও প্রায় ৫৩ হাজার কোটি টাকার ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করবেন মোদী। যার মধ্য়ে অন্যতম কান্ডলা বন্দর প্রকল্প, সৌর বিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র।

পাশাপাশি,আনন্দ-গোধরা, মেহসানা, পালনপুর, রাজকোট-হাদমাটিয়া পর্যন্ত চলা ২ হাজার কোটি টাকার রেলট্র্য়াক, বৈদ্যুতিকরণেরও একটি প্রকল্প সোমবার উদ্বোধন করতে পারেন তিনি।