Quantum Computer: চোখের পলকে ব্রেক হবে পাসওয়ার্ড, বরাদ্দ ৬ হাজার কোটি, কবে ভারতে পাচ্ছে কোয়ান্টম কম্পিউটার?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 04, 2023 | 10:47 PM

Quantum Computer: ইতিমধ্যেই ভারতের সেরা গবেষণা ক্ষেত্রগুলিতে কোয়ান্টাম নিয়ে কাজ চলছে। বাড়তি সরকারি টাকা এলেই সেই কাজে আসবে গতি।

Quantum Computer: চোখের পলকে ব্রেক হবে পাসওয়ার্ড, বরাদ্দ ৬ হাজার কোটি, কবে ভারতে পাচ্ছে কোয়ান্টম কম্পিউটার?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কম্পিউটার প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়াই শুধু নয়, এবার আগামীদিনের কম্পিউটার তৈরির লক্ষ্যেও এগোচ্ছে ভারত। তৈরি হতে চলেছে কোয়ান্টাম কম্পিউটার (Quantum Computer)। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে যে সমস্ত কম্পিউটার রয়েছে বাজারে তার থেকে হাজার হাজার গুণ দ্রুত গতিতে কাজ করবে এই কম্পিউটার। এই কম্পিউটার যে কাজ করে দেবে তা আমাদের এখন করতে লেগে যাবে প্রায় ৪৭ বছর। সূত্রের খবর, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে গবেষণার জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। কোনও বৈজ্ঞানিক গবেষণার জন্য এক লপ্তে এত বরাদ্দ সাম্প্রতিককালে আর দেখা যায়নি বলেই মত ওয়াকিবহাল মহলের। 

ইতিমধ্যেই ভারতের সেরা গবেষণা ক্ষেত্রগুলিতে কোয়ান্টাম নিয়ে কাজ চলছে। বাড়তি সরকারি টাকা এলেই সেই কাজে আসবে গতি। বিশ্বের সমস্ত উন্নত দেশই এখন এই কোয়ান্টম কম্পিউটার তৈরি করতে কোটি কোটি ডলার খরচ করছে। যে প্রথম তৈরি করতে পারবে ডিজিটাল দুনিয়াই সেই ঘোরাবে ছড়ি। 

বিশেষজ্ঞরা বলছেন, যত কঠিন পাসওয়ার্ডই হোক না কেন কোয়ান্টাম কম্পিউটার চলে এলে সেই পাসওয়ার্ড ব্রেক করতে লাগবে মাত্র কয়েক সেকেন্ড। অনেকেই বলছেন, এখন বিশ্বে যে সাইবার সিকিউরিটি আছে কোয়ান্টাম কম্পিউটার চলে এলে তার কোনও মূল্যই থাকবে না। একে বলা হচ্ছে কোয়ান্টাম প্রলয়। তাই প্রলয় গোটা বিশ্বে আছড়ে পড়ার আগেই নিজের শক্তি বৃদ্ধিতে নেমে পড়েছে ভারত। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মাঝারি ক্ষমতার কোয়ান্টাম কম্পিউটার বানানো। এখন দেখার দিনের শেষ কবে কোয়ান্টম কম্পিউটারের মুখ দেখতে পায় ভারতবাসী। 

Next Article