Tripura TMC: ত্রিপুরা পুরভোটে পর্যবেক্ষকের দায়িত্বে বাংলার একাধিক বিধায়ক, রয়েছেন যুব নেতারাও

TMC: মঙ্গলবার সামনে এসেছে ত্রিপুরা পুরভোটে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের তালিকা। তাতে জায়গা পেয়েছেন সামসেরগঞ্জের দু বারের বিধায়ক আমিরুল ইসলাম, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়ক অরিন্দম গুঁই প্রমুখ।

Tripura TMC: ত্রিপুরা পুরভোটে পর্যবেক্ষকের দায়িত্বে বাংলার একাধিক বিধায়ক, রয়েছেন যুব নেতারাও
তৃণমূলে আদি-নব্য দ্বন্দ্ব প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 11:20 PM

ত্রিপুরা: বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে পাখির চোখ তৃণমূলের। আপাতত প্রতিবেশী রাজ্যের পুরভোট নিয়ে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। আগরতলার সবগুলি আসনে প্রার্থী দিলেও ত্রিপুরার অধিকাংশ পুর আসনেই প্রার্থী দিতে পারেনি তৃণমূল। যদিও ভোট যুদ্ধে জমি ছাড়তে নারাজ তারা। তাই ত্রিপুরার পুরভোটে এ রাজ্যের বিধায়কদের পাশাপাশি এগিয়ে দেওয়া হচ্ছে তরুণ নেতাদেরও। ভোটে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তাঁরা।

মঙ্গলবার সামনে এসেছে ত্রিপুরা পুরভোটে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের তালিকা। তাতে জায়গা পেয়েছেন সামসেরগঞ্জের দু বারের বিধায়ক আমিরুল ইসলাম, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়ক অরিন্দম গুঁই, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, প্রাক্তন সাংসদ তথা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়ের মতো দুঁদে নেতারা। তেমনি রয়েছেন মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরি, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অভিজিৎ সিংহ, মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিতের মতো তরুণ নেতারাও। সব মিলিয়ে অভিজ্ঞ ও তারুণ্যের সমাহারে ত্রিপুরা পুরভোটের লড়াইয়ে এগোচ্ছে তৃণমূল।

ত্রিপুরা পুর নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন কাঁথির তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি। যিনি সম্পর্কে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে। একুশের ভোটে টিকিট না পেয়ে অভিমানী সুপ্রকাশের ফেসবুক পোস্ট ঘিরে বেশ শোরগোল হয়েছিল। এবার তাঁদের এগিয়ে দেওয়া হচ্ছে ত্রিপুরা ভোট থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। এছাড়া এই তালিকায় রয়েছেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। এদিন সন্ধ্যেবেলা রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া পুরসভা কাউন্সিলের অবজার্ভার হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন অনুব্রত ঘনিষ্ঠ এই বিধায়ক। বুধবারই তিনি ত্রিপুরা রওনা দেবেন বলে খবর।

এছাড়া অভিজিৎ ঘটককে ত্রিপুরার পুরভোটে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে মঙ্গলবার ত্রিপুরার পুর নির্বাচনে দলের বিভিন্ন পুরনিগম ও মিউনিসিপ্যাল কাউন্সিলের পর্যবেক্ষকদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে অভিজিৎ ঘটকের নাম রয়েছে। তিনি একদিকে যেমন জেলা আইএনটিটিইসি সভাপতি তেমনি প্রাক্তন মেয়র পারিষদ ও রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটকের ভাইও বটে। ত্রিপুরার রাজধানী পশ্চিম ত্রিপুরার আগরতলায় পুরনিগমের পর্যবেক্ষক হিসেবে অভিজিৎ ঘটককে ১৭টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন সন্ধ্যায় তিনি বলেন, “বুধবারই ত্রিপুরা চলে যাচ্ছি। এই দায়িত্ব দেওয়ার খবর এদিনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয়েছে। দলের এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং। দল যেমন বলবে, তেমনই কাজ করব। দলকে জেতানোর সবরকম চেষ্টা করব।”

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বা ভিডিও কনফারেন্সে অভিজিৎ ঘটকের সঙ্গে দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা করেন। তাঁকে দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার খবরে দলের তার অনুগামী হিসাবে পরিচিত কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে আসানসোলে।

আরও পড়ুন: Srikanta Mahato: কেন এত অভিযোগ আসছে? মন্ত্রী শ্রীকান্তকে ভর্ৎসনা মমতার