Election Commission: বাকি এখনও ৮ দিন, বিহার নিয়ে বড় খবর দিয়ে দিল নির্বাচন কমিশন

Election Commission: পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ভোটারের সংখ্যা ১৭,৩৭,৩৩৬ জন বা মোট ভোটারের ২.২ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য এও বলছে সে রাজ্যে এখনও পর্যন্ত পাওয়া মৃত ভোটারের সংখ্যা ১২,৫৫,৬২০ বা মোট ভোটারের ১.৫৯ শতাংশ।

Election Commission: বাকি এখনও ৮ দিন, বিহার নিয়ে বড় খবর দিয়ে দিল নির্বাচন কমিশন
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 17, 2025 | 9:09 PM

নয়া দিল্লি: ‘ডেডলাইনের’ আট দিন বাকি থাকতেই বিহারের মোট ভোটারের ৮৯.৭ শতাংশ মানুষ সংশোধিত ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র পেয়ে গিয়েছেন বলে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। বাকি আর মাত্র ৫.৮ শতাংশ। আরও সহজ করে বললে ৭,৮৯,৬৯,৮৪৪ জনের মধ্যে বাকি মাত্র ৪৫,৮২,২৪৭ জন। 

নির্বাচন কমিশন আরও বলছে, বাড়ি গিয়ে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ৩৫,৬৯,৪৩৫ জন বা মোট ভোটারের ৪.৫ শতাংশ। কোনও ঠিকানায় বুথ লেভেল অফিসাররা (BLO) তিন দিন ঘুরেও কোনও ভোটারকে না পাওয়ার পরই তাঁদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি বলে চিহ্নিত করা হয়েছে। 

পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ভোটারের সংখ্যা ১৭,৩৭,৩৩৬ জন বা মোট ভোটারের ২.২ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য এও বলছে সে রাজ্যে এখনও পর্যন্ত পাওয়া মৃত ভোটারের সংখ্যা ১২,৫৫,৬২০ বা মোট ভোটারের ১.৫৯ শতাংশ। এখনও পর্যন্ত পাওয়া তথ্য পরিসংখ্যান এও বলছে, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ভোটারের সংখ্যা ৫,৭৬,৪৭৯ বা ০.৭৩ শতাংশ। 

যে ব্যক্তিদের নাম মৃত হিসেবে চিহ্নিত হয়েছে, বা বাড়িতে পাওয়া যায়নি, বা পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তর হয়ে গিয়েছেন, বা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন, তাদের নাম এবং তথ্য পাকাপাকিভাবে বাদ দেওয়ার আগে একটু ধীরেই চলতে চাইছে কমিশন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার প্রত্যেকটি রাজনৈতিক দলের জেলা সভাপতির সঙ্গে এই তথ্য শেয়ার করছে নির্বাচন কমিশন। সেই ব্যক্তির সম্পর্কে রাজনৈতিক দলের কাছে কোন তথ্য আছে কিনা তা ২৫ জুলাই ২০২৫ এর মধ্যে জানাতে বলা হচ্ছে।