Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Aadhaar App: OYO রুমে যেতে আর বইতে হবে না আধার কার্ড, বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

New Aadhaar App: নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে মন্ত্রী লেখেন, 'লাগবে না আধার কার্ড, লাগবে না কোনও ফটোকপি। আধার ভেরিফিকেশন এখন UPI করার মতো সহজ।'

New Aadhaar App: OYO রুমে যেতে আর বইতে হবে না আধার কার্ড, বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 8:07 PM

কলকাতা: ব্যাঙ্ক হোক বা হোটেল। অনেক সময়ই প্রাথমিক পরিচয় পত্র রূপে আধার কার্ড নিয়ে যেতে ভুলে যান অনেকেই। যার জেরে বেগ পেতে হয় অনেকটাই। তবে সেই সমস্যার একেবারে সুরাহা করে দিল কেন্দ্র সরকার। দিশা দেখাচ্ছে আধারের নতুন অ্য়াপ। মঙ্গলবার এই মর্মেই ঘোষণা করলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেমন হবে এই নতুন আধার অ্যাপ? জানালেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে মন্ত্রী লেখেন, ‘লাগবে না আধার কার্ড, লাগবে না কোনও ফটোকপি। আধার ভেরিফিকেশন এখন UPI করার মতো সহজ।’ তবে এই নতুন আধার অ্যাপের নামটা ঠিক কী হবে, সেই নিয়ে মুখ খোলেননি মন্ত্রী।

কী কী সুবিধা থাকবে এই নতুন পদ্ধতিতে?

জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে আধার ভেরিফিকেশন বা পরিচয় যাচাই হবে আরও সহজ। ব্যাঙ্ক, হোটেল-সহ যে কোনও জায়গায় আধার কার্ড দেখানো প্রয়োজন হলেই অ্য়াপে প্রদত্ত একটি QR কোড খুলে দিলে, তা স্ক্যান করলেই কর্তৃপক্ষ পেয়ে যাবে আপনার আধার কার্ডের পর্যাপ্ত তথ্য।

এমনকি, এই নতুন ব্য়বস্থার মধ্যে দিয়ে আধার কার্ড ও মানুষের তথ্য আরও সুরক্ষিত হবে বলেই দাবি করছেন মন্ত্রী। খোদ সেই অ্যাপই নাকি খুলতে হবে গ্রাহকের ফেস ID-এর মাধ্য়মে। নতুন এই অ্য়াপ প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এখন নতুন আধার অ্যাপটি পরিক্ষণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। Beta টেস্টিং মিটলেই সাধারণ মানুষের জন্য এই অ্যাপের উদ্বোধন করবে কেন্দ্র। যার ফলে আরও কখনওই মানুষকে আধারের ফটোকপি তো দূর, আধার কার্ডও বয়ে বেড়াতে হবে না।’