
নয়া দিল্লি: কোভিড-১৯ (Covid-19) মহামারির পুনরুত্থানের মোকাবিলায় নাগরিকদের উপযুক্ত আচরণ অনুসরণ করার আবেদন জানালো দেশের শীর্ষস্থানীয় চিকিত্সক সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর), নয়া কোভিড-১৯ হুমকির প্রেক্ষিতে আইএমএ বলেছে, আসন্ন কোভিড মহামারির মোকাবিলায় জনবহুল স্থানে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান এবং জল বা স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো অনুশীলনগুলি ফিরিয়ে আনতে হবে। এছাড়াও বিয়ে, রাজনৈতিক বা সামাজিক সভার মতো জনসমাগম এবং আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইএমএ। তারা আরও বলেছে, জ্বর, গলা ব্যথা, কাশি, পেট খারাপের মতো কোভিড উপসর্গের দেখা দিলে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। পাশাপাশি সকলকে সতর্কতামূলক ডোজ়-সহ কোভিড টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে, ভারতে ফের লকডাউন জারির মতো পরিস্থিতি তৈরি হবে না বলে জানিয়েছেন আইএমএ-র সদস্য ডা. অনিল গোয়েল।
ডা. গোয়েল বলেছেন, “দেশের ৯৫ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। তাই আমাদের দেশে লকডাউন জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না। চিনদের থেকে ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী। ভারতকে ফিরে যেতে হবে কোভিড প্রতিরোধের প্রাথমিক পদক্ষেপগুলিতে – টেস্টিং, ট্রিটিং এবং ট্রেসিং।”
আইএমএ-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায়, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং ব্রাজিলের মতো দেশগুলি থেকে প্রায় ৫.৩৭ লক্ষ নতুন কোভিড সংক্রমণ রিপোর্ট করা হয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় ১৪৫ টি নতুন সংক্রমণ রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে চারটি ক্ষেত্রে কোভিডের নয়া চিনা রূপ বিএফ.৭ সনাক্ত করা হয়েছে। যাতে ২০২১ সালের মতো পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য চিকিৎসদের সংগঠনটি, জরুরি ওষুধপত্র, অক্সিজেন সরবরাহ এবং অ্যাম্বুল্যান্স পরিষেবা তৈরি রাখতে সংশ্লিষ্ট মন্ত্রক ও দফতরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে।
গত কয়েকদিনে ওমিক্রন ভ্যারিয়েন্টের সাবভ্যারিয়েন্ট বিএফ.৭-এর দাপটে চিনে ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। তবে এখনও পর্যন্ত চিনের সঙ্গে উড়ান যোগাযোগ বন্ধ করেনি ভারত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি। তবে এদিনই কোভিড নিয়ে জরুরী বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পর, এই বিষয়ে কোনও নির্দেশ আসতে পারে বলে আশা করা হচ্ছে।