Pahalgam Terror attack: পাইন গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে ২ জঙ্গি, সামনে এল থার্মাল ইমেজ

Pahalgam Terror attack: সীমান্তের বিভিন্ন জায়গায়, যেখানে অন্ধকারের সুযোগ নিয়ে কিংবা রাতে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, সেখানে থার্মাল ইমেজের মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়। পহেলগাঁওয়ে তেমনই একটি থার্মাল ইমেজিং ক্যামেরায় দুই জঙ্গির থার্মাল ইমেজ ধরা পড়েছে।

Pahalgam Terror attack: পাইন গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে ২ জঙ্গি, সামনে এল থার্মাল ইমেজ
দুই জঙ্গির ছবি ধরা পড়েছে থার্মাল ইমেজিং ক্যামেরায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 25, 2025 | 10:14 AM

পহেলগাঁও: কীভাবে পহেলগাঁওয়ের বৈসরণ পর্যন্ত পৌঁছেছিল জঙ্গিরা? খতিয়ে দেখছেন সেনা ও গোয়েন্দারা। এরই মধ্যে কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশের ছবি ধরা পড়ল থার্মাল ইমেজিং ক্যামেরায়। দুই জঙ্গির থার্মাল ইমেজ সামনে এসেছে। পাইন বন দিয়ে কীভাবে ওই দুই জঙ্গি ঢুকেছিল, সেই ছবি থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়েছে। গোয়েন্দারা খতিয়ে দেখছেন, এই জঙ্গিরাই বৈসরণে হামলা চালিয়েছিল কি না।

সীমান্ত সুরক্ষায় বিভিন্ন জায়গায় থার্মাল ইমেজিং ক্যামেরা লাগানো হয়েছে। তারই একটিতে দুই জঙ্গির থার্মাল ইমেজ ধরা পড়েছে। থার্মাল ইমেজে দেখা যাচ্ছে, দুই জঙ্গির হাতে স্বয়ংক্রিয় রাইফেল। পাইন গাছের আড়ালে প্রথমে লুকিয়ে ছিল তারা। তারপর আস্তে আস্তে সেই পাইন গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর এগিয়ে যায়।

এই থার্মাল ইমেজ কী? বিজ্ঞানীরা বলছেন, প্রত্যেক বস্তুর একটা নিজস্ব উষ্ণতা আছে। সেই বস্তুর (মানুষ, পশু-পাখি, গাছপালা কিংবা জড় পদার্থ) উষ্ণতার ইনফ্রারেড বিকিরণ হয়। থার্মাল ইমেজিং ক্যামেরা সেই ইনফ্রারেড বিকিরণকে একটি ছবির রূপ দেয়। ঘন অন্ধকারেও থার্মাল ইমেজ তৈরি করতে পারে থার্মাল ইমেজিং ক্যামেরা। তাই, সীমান্তের বিভিন্ন জায়গায়, যেখানে অন্ধকারের সুযোগ নিয়ে কিংবা রাতে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, সেখানে থার্মাল ইমেজের মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়। পহেলগাঁওয়ে তেমনই একটি থার্মাল ইমেজিং ক্যামেরায় দুই জঙ্গির থার্মাল ইমেজ ধরা পড়েছে। তবে এই দুই জঙ্গি হামলার সঙ্গে যুক্তি ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

গত মঙ্গলবার বৈসরণে বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছে ২৬ পর্যটকের। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। জঙ্গিরা কোনওভাবেই ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।