পুলিশের বাড়িতেই সিঁধ কাটল চোর, পালানোর আগে চিঠিতে জানিয়ে গেল চুরির কারণ!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 07, 2021 | 9:12 AM

পুলিশ কর্মীর বাড়িতে সোমবার রাতে হানা দেয় ওই চোর। কিছু সোনা ও রুপোর গয়না নিয়ে পালায় সে। তবে যাওয়ার আগে একটি চিঠিও লিখে যান তিনি।

পুলিশের বাড়িতেই সিঁধ কাটল চোর, পালানোর আগে চিঠিতে জানিয়ে গেল চুরির কারণ!
প্রতীকী চিত্র।

Follow Us

ভিন্দ: রাতের অন্ধকারে চুপিসাড়ে বাড়িতে ঢুকে চুরি করে চোর। তবে যাওয়ার আগে চিঠিও লিখে গেলেন  চোর। জানিয়ে গেলেন, কেন চুরি করছেন তিনি। পুলিশের বাড়িতেই মানবিক চোরের আগমন ঘিরে উঠেছে হাসির রোল।

মধ্য প্রদেশের ভিন্দ জেলার বাসিন্দা এক পুলিশ কর্মীর বাড়িতে সোমবার রাতে হানা দেয় ওই চোর। কিছু সোনা ও রুপোর গয়না নিয়ে পালায় সে। তবে যাওয়ার আগে একটি চিঠিও লিখে যান তিনি। সেই চিঠিতে লেখা, “সরি বন্ধু, আমি যদি এই কাজটা না করতাম, তবে আমার বন্ধু মারা যেত। চিন্তা করবেন না, টাকা পেলেই আমি তা ফেরত দিয়ে দেব।”

ছত্তীসগঢ় পুলিশ বাহিনীতে কর্মরত ওই পুলিশ অফিসার জানান, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। ৩০ জুনই তাঁর স্ত্রী ও সন্তানরাও এক আত্মীয়ের বাড়িতে যায়। ফলে বিগত কয়েকদিন ধরে বাড়ি ফাঁকাই ছিল। সোমবার রাতে স্ত্রী ও ছেলেমেয়ে বাড়ি ফিরতেই দেখা যায় যে তালা ভাঙা। ঘরে ঢুকে দেখা যায়, গোটা গর তছনছ করা, আলমারি থেকে উধাও সোনা ও রুপোর গয়না।

চোরের প্রতি সহমর্মিতা থাকলেও আইন অনুযায়ী চুরির অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশ কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিবারের কেউই ওই চোরকে বাড়ি ফাঁকা থাকার খবর দিয়েছিল।  গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ‘সনিয়াজী যা বলবেন, তাই-ই মানব’, জরুরি বৈঠকের পরই সিধুবিরোধী মুখ্যমন্ত্রীর গলায় নরম সুর 

Next Article