AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্যাকেটের দুধে শুধু একটু জল মিশিয়েছিলেন ওরা, পাঁচ মাসের শিশু আর নেই

মৃত শিশুর বাবা সুনীল সাহু জানিয়েছেন, এই সন্তানের জন্য ১০ বছর ধরে অপেক্ষা করেছিলেন তাঁরা। গত বছরের জুলাই মাসে সন্তানের জন্ম হয়। সুস্থও হয় সন্তান। কিন্তু দিনকয়েক আগে হঠাৎ শিশুর জ্বর আসে, শুরু হয় ডায়েরিয়া। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওষুধ দেওয়া হয়, কিন্তু ওষুধ কোনও কাজ করেনি।

প্যাকেটের দুধে শুধু একটু জল মিশিয়েছিলেন ওরা, পাঁচ মাসের শিশু আর নেই
Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 02, 2026 | 8:01 AM
Share

ইন্দোর: ‘১০ বছর পর ভগবান আমাদের একটু আনন্দ দিয়েছিল, আবার ভগবান সেই সুখ কেড়ে নিল।’ নিজের মনে এ কথা বলেই চলেছেন মৃত শিশুর ঠাকুমা। কোল খালি করে চলে গিয়েছে পাঁচ মাসের দুধের শিশু। বাবা-মা নাম রেখেছিলেন অভিয়ান। শোকে ভাষা হারিয়েছেন মা। গোটা পরিবার শোকে স্তব্ধ।

মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। শারীরিক সমস্যার কারণে মা কখনও বুকের দুধ খাওয়াতে পারেনি সন্তানকে। চিকিৎসকের পরামর্শে প্যাকেটের দুধই খাওয়াতেন তাঁরা। দুধের সঙ্গে অল্প পরিমানে ট্যাপের জলই মিশিয়ে দিতেন। সন্তান সুস্থই ছিল। কিন্তু কখন যে ভয়ঙ্কর বিষক্রিয়া ঘটে গেল, তা কেউ ধরতেই পারেননি।

মৃত শিশুর বাবা সুনীল সাহু জানিয়েছেন, এই সন্তানের জন্য ১০ বছর ধরে অপেক্ষা করেছিলেন তাঁরা। গত বছরের জুলাই মাসে সন্তানের জন্ম হয়। সুস্থও হয় সন্তান। কিন্তু দিনকয়েক আগে হঠাৎ শিশুর জ্বর আসে, শুরু হয় ডায়েরিয়া। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওষুধ দেওয়া হয়, কিন্তু ওষুধ কোনও কাজ করেনি। ক্রমশ অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতালেই মৃত্যু হয় শিশুর।

পরিবারের দাবি, ওই জল মেশানোতেই বিষক্রিয়া হয়ে গিয়েছিল, আর তার জেরেই মৃত্যু। সুনীল সাহু জানিয়েছেন, জল ফিল্টার করে উপযুক্ত সতর্কতা নিয়েই ব্যবহার করা হত। তারপরও এই পরিণতি।

শুধু সুনীল সাহু নয়, ইন্দোরের একাধিক পরিবারেই একই অভিযোগ উঠেছে। মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক এলাকাবাসী। কিন্তু সুনীল সাহু এই বিষক্রিয়ার খবরটা জানতেন না। গত কয়েকদিনে পরপর মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে, পানীয় জলেই রয়েছে বিষ। কীভাবে জলে এই দূষণ ছড়িয়েছে, তা এখনও স্পষ্ট নয়।