Indian Railway: সেনাবাহিনীর মতো এবার রেলও ব্যবহার করছে ড্রোন! কী হবে তাতে?

Indian Railway: গত এপ্রিল মাস থেকে দেশে প্রথমবার অসমের কামাক্ষা রেল স্টেশনে ড্রোনের ব্যবহার শুরু হয়। তারপর থেকেই এই ড্রোন ধীরে ধীরে হয়ে উঠছে ভারতীয় রেলের নতুন সঙ্গী। কিন্তু কী কাজে শেষমেশ ড্রোন ব্যবহার করছে ভারতীয় রেল?

Indian Railway: সেনাবাহিনীর মতো এবার রেলও ব্যবহার করছে ড্রোন! কী হবে তাতে?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Jun 02, 2025 | 2:19 PM

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরে ড্রোন নিয়ে কামাল দেখিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানের অন্দরে আত্মঘাতী ড্রোন পাঠিয়ে ধ্বংস করে দিয়েছিল একাধিক জঙ্গি ঘাঁটি। সেনা অভিযানে ড্রোন যে কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তা বোঝা গিয়েছিল তখনই। তবে জানেন কি শুধু সেনাই নয়। ড্রোন ব্যবহার করছে ভারতীয় রেলও।

গত এপ্রিল মাস থেকে দেশে প্রথমবার অসমের কামাক্ষা রেল স্টেশনে ড্রোনের ব্যবহার শুরু হয়। তারপর থেকেই এই ড্রোন ধীরে ধীরে হয়ে উঠছে ভারতীয় রেলের নতুন সঙ্গী। কিন্তু কী কাজে শেষমেশ ড্রোন ব্যবহার করছে ভারতীয় রেল?

জানা গিয়েছে, স্টেশন ও ট্রেনের কোচ পরিস্কারের কাজেই নতুন যুগের ড্রোনের উপর ভরসা রেখেছে ভারতীয় রেল। রেলমন্ত্রক তরফে জানা গিয়েছে, এত দিন পর্যন্ত এই ট্রেন ও স্টেশন পরিস্কারের কাজে বাড়তি অস্থায়ী কর্মী নিয়োগ করতে হত রেলকে। যা একাধারে খরচদায়ক, পাশাপাশি, নিরাপত্তাও নিয়ে থাকত বেশ ঝুঁকি। যা ঠেকাতেই এই ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেলে উত্তর-পূর্ব ডিভিশন।

গত মাসে রেলের এই উদ্য়োগ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় রেল আজ ট্রেনের কোচ পরিস্কারের জন্যও ড্রোনের ব্যবহার করছে। যা নতুন ভারতেরই পরিচয়। দেশের বিকাশের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার অনিবার্য।’