Longest Train: ৯৬টি কোচ, ৬টি ইঞ্জিন, ভারতের এই দীর্ঘতম ট্রেন যেন ‘বাসুকী’ নাগ

Aug 23, 2024 | 6:02 PM

Longest Train: বিপুল পরিমাণ পণ্য বহন করতে পারে এই ট্রেন। সাড়ে তিন কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। কী বহন করে, এর ওজন কত, জেনে নিন।

Longest Train: ৯৬টি কোচ, ৬টি ইঞ্জিন, ভারতের এই দীর্ঘতম ট্রেন যেন বাসুকী নাগ
সুপার বাসুকী

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় রেলে ট্রেনের বৈচিত্র্য অনেক। রয়েছে লোকাল ট্রেন, মালবাহী গাড়ি। ট্রেনের মধ্যে আবার রয়েছে এসি কোচ, নন এসি কোচ, স্লিপার কোচ ইত্যাদি। এই রেলই চালায় এমন একটি ট্রেন, যাতে রয়েছে ৯৬টি কোচ।

২০২২ সালের ১৫ অগস্ট ট্রেনটি চালু করা হয়। এটির নাম ‘সুপার বাসুকী’। দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে চালায় এই ট্রেন। এই ট্রেনের দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। ৬টি ইঞ্জিন আছে এই ট্রেনে। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে যাতায়াত করে, ফলে ট্রেনের দৈর্ঘ্য নেহাত কম নয়। কিছু ট্রেন আছে যেগুলো টানতে একাধিক ইঞ্জিনের প্রয়োজন হয়।

এই ট্রেনের ধারণক্ষমতা সাধারণ ট্রেনের তুলনায় তিনগুণ। পাঁচটি পণ্যবাহী ট্রেনের রেক একত্রে যুক্ত করা হয়েছে। এই ট্রেন যা কয়লা বহন করে, তা ৩০০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টে আগুন দেওয়ার জন্য যথেষ্ট। এক যাত্রায় প্রায় ৯,০০০ টন কয়লা বহন করতে পারে এই ট্রেন। এই ট্রেন ২৬৭ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ১১ ঘণ্টা ২০ মিনিটে। এর ওজন ২৫,৯৬২ টন, থাকে ২৯৫ট্ ওয়াগন।

Next Article