Akash Missile System: ১৫ বছর ধরে তৈরি করেছিলেন, ‘সন্তানে’র দক্ষতা দেখে খুশি রামারাও

Akash Missile Sytem: একসঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে পারে এটি। ২০ কিলোমিটার দূরে থাকা বস্তুকেও ধ্বংস করতে সক্ষম এটি। প্রতিটি লঞ্চারে থাকে তিনটি করে মিসাইল।

Akash Missile System: ১৫ বছর ধরে তৈরি করেছিলেন, সন্তানের দক্ষতা দেখে খুশি রামারাও

May 10, 2025 | 9:17 AM

নয়া দিল্লি: ভারত-পাক অশান্তির পরিস্থিতিতে শত্রুপক্ষের হাত থেকে দেশকে যে অস্ত্রগুলি রক্ষা করছে, তার মধ্যে অন্যতম ‘আকাশ’। দেশে তৈরি আকাশ মিসাইল সিস্টেম একেবারে নিখুঁত নিশানায় ধ্বংস করছে শত্রুপক্ষের ড্রোন-মিসাইল। নিজের ‘সন্তান’-এর সেই সাফল্য দেখে খুশি সত্তরোর্ধ্ব ড. প্রহ্লাদ রামারাও।

ডিআরডিও-র প্রাক্তন গবেষক রামারাও প্রায় ১৫ বছর ধরে আকাশ মিসাইল সিস্টেম তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। ‘আকাশ’ হল একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ যা উপর থেকে আসা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে মাটি থেকেই।

এই মিসাইল সিস্টেম তৈরির প্রজেক্টে তরুণতম প্রজেক্ট ডিরেক্টর ছিলেন রামারাও। তাঁকে ওই প্রজেক্টের জন্য বেছে নিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আজ সেই আকাশের সাফল্য দেখে খুশি রামারাও। তিনি বলেন, “আমার সন্তান যেভাবে কাজ করছে, যেভাবে শত্রুপক্ষকে পরাস্ত করছে, তা দেখে আমি অত্যন্ত খুশি।”

তিনি উল্লেখ করেন, F-16 ফাইটার জেট ধ্বংস করতেও সক্ষম এই আকাশ। তবে একসময় ভারতীয় সেনা এর দক্ষতা নিয়ে দ্বিধায় ছিল। কিন্তু আজ তার সাফল্য প্রমাণিত। রাশিয়ার এস ৪০০-এর সঙ্গে মিলে এই আকাশ এক সুরক্ষা বলয় তৈরি করেছে।

এটি একটি স্বল্প রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। একসঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে পারে এটি। ২০ কিলোমিটার দূরে থাকা বস্তুকেও ধ্বংস করতে সক্ষম এটি। প্রতিটি লঞ্চারে থাকে তিনটি করে মিসাইল। প্রতিটি মিসাইলের দৈর্ঘ্য ৫.৮৭ মিটার, ওজন ৭১০ কেজি। এছাড়া রয়েছে ৬০ কেজির ওয়ারহেড। ৬০০০ কোটি টাকার চুক্তিতে ভারত থেকে এই মিসাইল সিস্টেম নিয়েছে আর্মেনিয়া।