Valentine’s Day Free Biryani: ভ্যালেন্টাইনস ডে-তে ফ্রি-তে বিরিয়ানি খাওয়াচ্ছে এই রেস্তঁরা, শর্ত একটাই…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 14, 2023 | 6:49 PM

Valentines Day: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ফ্রি-তে বিরিয়ানি (Free Biryani) খাওয়ানো হচ্ছে রেস্তঁরায়। শর্ত একটাই, প্রেম করলে চলবে না।

Valentines Day Free Biryani: ভ্যালেন্টাইনস ডে-তে ফ্রি-তে বিরিয়ানি খাওয়াচ্ছে এই রেস্তঁরা, শর্ত একটাই...
বিরিয়ানি

Follow Us

গুয়াহাটি: আপনি কি সিঙ্গল? ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s Day) চারিদিক দেখে বিমর্ষ হয়ে পড়ছেন? তাহলে আপনার জন্য রসনাতৃপ্তির ভাণ্ডার নিয়ে এল খানা খাজানা। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ফ্রি-তে বিরিয়ানি (Free Biryani) খাওয়ানো হচ্ছে রেস্তঁরায়। শর্ত একটাই, প্রেম করলে চলবে না। কেবলমাত্র খাঁটি সিঙ্গলদের জন্যই এই ভরপেট খাওয়ার আয়োজন করেছে অসমের সিলচরের এই রেস্তঁরা। আর এই অফার শুধুমাত্র ১৪ ফেব্রুয়ারির জন্যই। রেস্তঁরার তরফে ভ্যালেন্টাইনস ডে-তে একটি বিজ্ঞাপনও ছাপানো হয়েছিল। সেখানে বলা ছিল, সিঙ্গলরা যেন ভ্যালেন্টাইনস ডে-তে মুখ গোমড়া করে বসে না থাকেন। প্রত্যেক সিঙ্গলকে হাফ প্লেট বিরিয়ানি ফ্রি-তে খাওয়াবে সিলচরের এই খানা খাজানা রেস্তঁরা।

কেন এই সিদ্ধান্ত? রেস্তঁরার মালিক চিরঞ্জীব গোস্বামী জানাচ্ছেন, রেস্তঁরায় যে সিঙ্গলরা আসছেন, তাঁদের সবাইকে বিনামূল্যে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। কারণ, ভ্যালেন্টাইনস ডে তে সিঙ্গলদের জন্যও তো কিছু ব্যবস্থা রাখতে হবে। কিন্তু হতেই তো পারে, কেউ প্রেম করছে, অথচ বিরিয়ানির টানে চলে এসেছে। কীভাবে বুঝবেন কে সিঙ্গল? আর কে নয়? সেটা অবশ্য বোঝার উপায় খুঁজে পাননি চিরঞ্জীববাবু। তিনি বলছেন, কারা কাপল আর কারা সিঙ্গল, তা তো উদ্ধার করা সম্ভব না। তাই যদি কেউ এসে বলে সে সিঙ্গল, তাহলে তাঁকে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি।

প্রসঙ্গত, সেন্ট ভ্যালেন্টাইন -এর স্মৃতিতে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করা হয়। ভালবাসার দিন হিসেবে পালিত হয় দিনটি। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বরাবরই স্পেশাল। কাছের মানুষের জন্য পছন্দের উপহার, পছন্দের খাবার… আরও কত কী! কিন্তু সিঙ্গলরা? তাঁদের কথা কি কেউ ভাববে না? তাই তাদের জন্য বিশেষ এই অফার নিয়ে এল সিলচরের খানা খাজানা। এবারের ভালবাসার দিবস, বিরিয়ানি-প্রেমেই কাটুক সিঙ্গলদের। যেন এই টার্গেট নিয়েই সব সিঙ্গলদের ফ্রি-তে বিরিয়ানি খাওয়াতে হাজির রেস্তঁরার মালিক চিরঞ্জীব গোস্বামী।

Next Article