আর দু’দিনের মধ্যে পরীক্ষা, তার আগেই NEET PG নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট, আসছে বড় মোড়?

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 08, 2024 | 10:19 AM

Supreme Court: বেনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে মেনশন হতে পারে মামলা। দ্রুত শুনানির আর্জি জানানো হবে।

আর দুদিনের মধ্যে পরীক্ষা, তার আগেই NEET PG নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট, আসছে বড় মোড়?
ফাইল চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি:  এবার নিট পিজি পরীক্ষার আগেই বাতিলের আর্জি সুপ্রিম কোর্টে। একাধিক ক্ষেত্রে বেনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে মেনশন হতে পারে মামলা। দ্রুত শুনানির আর্জি জানানো হবে। আগামী ১১ অগস্ট নিট পিজি-র পরীক্ষা হওয়ার কথা।

জানা যাচ্ছে, বুধবারই ওই পিটিশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীদের বক্তব্য, প্রশ্নপত্রের যে নিরাপত্তা থাকা প্রয়োজন কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সির যা যা পদক্ষেপ করা প্রয়োজন, তা সব যথাযথভাবে মানা হচ্ছে না। আজ সকাল সাড়ে দশটার ঠিক পরই প্রধান বিচারপতি যখন এজলাসে আসবেন, তখন এই মামলা মেনশন করার চেষ্টা করা হবে বলে জানা যাচ্ছে। মামলা গৃহীত হলে, তবেই আগামী দিনে মামলার শুনানির সম্ভাবনা তৈরি হবে।

তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, এর আগেও যখন প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে, তখন সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে, কিংবা পুরনো পরীক্ষা বাতিলের যে দাবি উঠেছে, তা একেবারেই গ্রাহ্য করেনি। ফলত একটি পূর্ব নির্ধারিত পরীক্ষা বাতিলের আর্জি সুুপ্রিম কোর্ট গ্রহণ করবে কিনা, সেটাই দেখার।

প্রসঙ্গত, ডাক্তারির সব ধরনের কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষায় টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি, আসল প্রার্থীর অন্যের পরীক্ষা দিয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ সামনে আসে।  এইসব অভিযোগের তদন্ত করছে সিবিআই। অন্যদিকে, সুপ্রিম কোর্টে ৩৮টি মামলা হয়েছে। তারমধ্যে, ২৬টিতে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি পেশ করা হয়। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকৃত পরীক্ষার্থীদের সমস্যার কথা ভেবে সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়, তারা নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে নয়।

Next Article