মুম্বই: বোমা বিস্ফোরণে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি! রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়, এমনই ফোন পেয়ে উচ্চ সতর্কতা গ্রহণ করল মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে ফোন করে জানানো হয়, বিমানবন্দরে একটি ব্যাগের ভিতর বোমা রাখা আছে। শীঘ্রই বন্দর কর্তৃপক্ষ ফোনকলটি সম্পর্কে পুলিশকে জানান। তারপর, মুম্বই পুলিশের এক বোমা নিষ্ক্রিয়কারী দলকে মুম্বই বিমানবন্দরে পাঠানো হয়। কিন্তু, অনেক খোঁজাখুঁজি করেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যার পর, ফোনকলটি ভুয়ো বলে মনে করছে মুম্বই পুলিশ। তবে এই বিষয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ। সাহার থানায় এই হুমকি ফোনকলের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। কে ওই ফোনকলটি করেছিলেন, তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, হুমকি ফোনকলে দাবি করা হয়েছিল, বিমানবন্দরে একটি নীল ব্যাগে বোমা রাখা আছে। কিন্তু, তন্ন তন্ন করে খুঁজেও, সেই রকম কোনও ব্যাগ পাওয়া যায়নি। অন্য কোন সন্দেহজনক বস্তুও পাওয়া যায়নি। অদ্ভুত বিষয় হল, মুম্বই পুলিশের কাছে মাঝেমধ্যেই এই ধরনের হুমকি ফোনকল আসে। গত কয়েক মাসে এই প্রবণতা আরও বেড়েছে। চলতি বছরের ৫ সেপ্টেম্বর, কামাথিপুরায় একটি বোমা বিস্ফোরণ হবে বলে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল। ওই ক্ষেত্রে পুলিশি তদন্তেস্পষ্ট বোঝা যায়, দাবিটি মিথ্যা ছিল। ভুয়ো কল করার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। একইভাবে, ১৩ অগস্ট, মুম্বইয়ে ১০০ কেজি বিস্ফোরক রাখা আছে বলে, ভুয়ো হুমকি দেওয়ায়, ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
তার আগে, জুলাই মাসে আরডিএক্স বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ে মুম্বই থেকে গোয়ায় যাচ্ছে দুই পাকিস্তানি নাগরিক, বলে ফোনকল এসেছিল মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে। যার জেরে মুম্বই-গোয়া রাস্তার জায়গায় জায়গায় নাকা চেকিং-এর ব্যবস্থা করা হয়েছিল। এমনকি, পাকিস্তানি নাগরিক সীমা হায়দারকে দেশে ফিরিয়ে না দিলে, মুম্বই শহরে ২৬/১১-র হামলার ধাঁচে আরও এক হামলা করা হবে বলে বলে হুমকি দেওয়া হয়েছিল। বোরিভালি এলাকায় সুরজ ধর্ম যাদব নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তির সন্ধান পেয়েছে মুম্বই পুলিশ। এই ব্যক্তি, একটু দেশি মদ পান করলেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বোমা রাখা আছে বলে, সতর্ক করেন। বলাই বাহুল্য সেই সব সতর্কতার কোনও ভিত্তি থাকে না। এই কারণে তিন-তিনবার গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। তবে তারপরও, তাঁকে থামানো যায়নি। এদিনের ঘটনার ক্ষেত্রেও এই রকম কোনও ব্যক্তি জড়িত বলে অনুমান করছে মুম্বই পুলিশ।