নয়াদিল্লি: প্রথমে গড়, তারপর ঘর। দিল্লিতে ক্ষমতা হারিয়ে শিরে সংক্রান্তি কেজরীবালের। ঘরের অন্দরেই ধরেছে ফাটল। ফলাফল প্রকাশের দিন সাতেকের মধ্যেই আপের হাত ছাড়লেন তিন কাউন্সিলর। দিল্লির ১৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা বাসোয়া। ১৮৩ নম্বর ওয়ার্ডের নিখিল চপ্রানা। ১৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধর্মবীর। প্রত্যেকেই আপাতত হাত মিলিয়েছে পদ্ম শিবিরের সঙ্গে।
তবে শুধু এই তিন কাউন্সিলরই নয়। কেজরীবালের বিধানসভা কেন্দ্র নয়া দিল্লির জেলা সভাপতি সন্দীপ বাসোয়াও হাত ছেড়েছে গিয়েছেন বিজেপির টিমে। তবে এই ঘটনা যে খুব স্বাভাবিক, সেই ইঙ্গিতটাই দিচ্ছে ওয়াকিবহাল মহল। তাদের দাবি, আপের অন্দর এই ফাটল যে আরও বাড়বে সেই নিয়ে কোনও সন্দেহই নেই।
গত শনিবার প্রকাশ পেয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল। ৪৮টি আসন নিয়ে রাজধানীর মসনদ আড়াই দশক পর গিয়েছে বিজেপির হাতে। অন্যদিকে, ২২ আসনে হার হয়েছে কেজরীবালের দলের। ‘মদেই’ যে গড় ভাঙল আপ নেতার, এমনটাই মত একাংশের। গড়ের পর এবার যেন ভাঙছে ঘর।
সূত্রের খবর, দিল্লির বিধানসভা জিতেই যে থেমে গিয়েছে বিজেপি এমনটা নয়। ইতিমধ্যে তৃণমূল স্তরে শুরু হয়েছে কাজ। আসন্ন মেয়র নির্বাচনেও আপকে পর্যদুস্ত করতে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। আর তার কাউন্সিলরদের এমন দলবদল আপের জন্য একেবারেই যে নেতিবাচক সেই নিয়েও কোনও ধন্দ রাখছেন না বিশেষজ্ঞরা।